• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ভারতের বিপক্ষে স্পিন উইকেটে সুবিধা পাবে বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক জুন ২২, ২০২৪, ০৪:০২ পিএম
ভারতের বিপক্ষে স্পিন উইকেটে সুবিধা পাবে বাংলাদেশ

ঢাকা : সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪৭ রানে হারিয়েছে আফগানিস্তানকে। আজ বাংলাদেশের বিপক্ষে জিতলেই সেমির পথে এগিয়ে যাবে তারা। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে হরলেও শান্ত-সাকিবদের হালকাভাবে নিচ্ছে না ভারত।

এই ম্যাচের আগে বাংলাদেশ বিশেষ সুবিধা পাবে বলে মন্তব্য করেছেন ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। ভারতীয় এ কোচের মতে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের উইকেট স্পিনারদের সহায়তা করছে। আর এ ধরনের কন্ডিশনে বাংলাদেশ সব সময় ভালো করে।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রাঠোর বলেন, ‘বাংলাদেশ ভালো দল। তাদের স্পিন বোলিংয়ে দক্ষ অনেকেই আছে যারা এই কন্ডিশনে অনেক ভালো করে। স্পিনারদের জন্য উইকেটে সহায়তা থাকায় তারা সুবিধা পাবে এবং তাদের দলে স্পিনারও অনেক। এই ফরম্যাটে প্রতিটি দল কঠিন প্রতিপক্ষ। আমি বিশ্বাস করি টি-টোয়েন্টিতে সহজ ম্যাচ বলে কিছু নেই।’

কন্ডিশন বিবেচনায় এই ম্যাচে ভারত স্পিন নির্ভর একাদশ গঠন করবে বিক্রমের কথায় স্পষ্ট, 'এই কন্ডিশন আমাদের সাথেও মানানসই, কারণ আমরা একাদশে ২-৩ জন স্পিনার রাখতে পারি। তাই আমি নিজেদের দলকেই সেরা ভাবি। এটাই আমাদের শক্তি।'

এদিকে ৪ ম্যাচে ২৯ রান করা করা বিরাট কোহলিকে নিয়ে বিক্রম বলেন, 'কোহলিকে ওপেনিংয়ে দেখে কি খুশি নন? আমরা ব্যাটিং অর্ডার নিয়ে ভাবছি না। যেমন আছে তেমন নিয়েই খুশি। যদি কোনো পরিবর্তন আসে তা প্রতিপক্ষ এবং কন্ডিশনের উপর নির্ভর করে আসবে।’

ম্যাচের আগে গতকাল ঐচ্ছিক অনুশীলন ছিল ভারতীয় দলের। সেখানে বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, রোহিত শর্মারা অনুশীলন করেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলায় আর অনুশীলন করেনি বাংলাদেশ দল।

এমটিআই

Wordbridge School
Link copied!