• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ, পরিবর্তনের আভাস


ক্রীড়া ডেস্ক জুন ২২, ২০২৪, ০৪:০৪ পিএম
ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ, পরিবর্তনের আভাস

ঢাকা: সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে রাত সাড়ে ৮ টায় শুরু হবে ম্যাচ। 

গুরুত্বপূর্ণ এই ম্যাচে টাইগারদের একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। সুপার এইটের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে তেমন পাত্তাই পায়নি টাইগাররা। 

তবে বিশ্রামের সুযোগ নেই নাজমুল শান্তদের। দ্বিতীয় ম্যাচেই শক্তিশালী ভারতের মুখোমুখি টাইগাররা। সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচে পূর্ণ ২ পয়েন্ট তোলার বিকল্প নেই বাংলাদেশের।

বড় ম্যাচে মাঠে নামার আগে কোনো পরিবর্তনের আভাস দেয়নি বাংলাদেশ দল। তবে ধারণা করা হচ্ছে ওপেনিংয়ে পরিবর্তন দেখা যেতে পারে। এখন পর্যন্ত টুর্নামেন্টে তেমন কোনো বড় অবদান রাখতে পারেননি দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং লিটন দাস। বিশেষ করে লিটনের পারফরম্যান্স দলের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। 


 
ভারতের বিপক্ষে যেকোনো একজন ওপেনারকে বসিয়ে সৌম্য সরকারকে ওপেনিংয়ে খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। এক্ষেত্রে তানজিদের বাদ পড়ার সম্ভাবনাই বেশি। কারণ লিটনকে বাদ দিলে একজন উইকেটরক্ষক নিতে হবে। সেক্ষেত্রে জাকের আলী আসতে পারেন একাদশে। এছাড়া পেস বিভাগের শক্তি বাড়াতে যুক্ত হতে পারেন শরিফুল ইসলাম। সেক্ষেত্রে বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে শেখ মেহেদীর।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ 
সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান/শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান। 

এআর

Wordbridge School
Link copied!