• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ভারতের বিপক্ষে সাকিবকে তিনে ব্যাটিংয়ের পরামর্শ দিলেন তামিম


ক্রীড়া ডেস্ক জুন ২২, ২০২৪, ০৪:২১ পিএম
ভারতের বিপক্ষে সাকিবকে তিনে ব্যাটিংয়ের পরামর্শ দিলেন তামিম

ঢাকা : চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে ভুগাচ্ছে ব্যাটিং। বিশেষ করে দলের টপ অর্ডার ব্যর্থ হচ্ছে। অলরাউন্ডার সাকিব আল হাসানও ব্যাট হাতে তেমন ফর্মে নেই। নেদারল্যান্ডসের বিপক্ষে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলেছিলেন।

তার আগে পরে সাকিবের স্কোর এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এমন - ৮, ১৭, ৩, ৮। ভারতের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে সাকিবকে ওপরের দিকে ব্যাটিংয়ে চান তামিম ইকবাল।

ভারত ম্যাচের আগে ইএসপিএন ক্রিকইনফোর ম্যাচ পূর্ববর্তী অনুষ্ঠানে সাবেক অধিনায়ক তামিম বলেন, সে (সাকিব) বাংলাদেশের সেরা খেলোয়াড়, সে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। বড় খেলোয়াড়দের বড় ম্যাচে পারফর্ম করতে হবে। সে এটা অতীতে করে দেখিয়েছে। বছরের পর বছর সে এটা করে আসছে। তার যদি সময় দরকার হয় তাহলে তাকে ওপরে ব্যাট করতে হবে। ফলে সে বেশি সময় এবং সুযোগ পাবে নিজের ব্যাটিংয়ে।

'বাংলাদেশ ব্যাটিং নিয়ে সংগ্রাম করেছে। তাহলে কেন সাকিবকে ৩ বা ৪ নম্বরে খেলানো হবে না? যেন সে বেশি ওভার পেয়ে সেট হতে পারে। কারণ তার অভিজ্ঞতা আছে দুনিয়ার সেরা বোলিং লাইনআপকে কাউন্টার অ্যাটাক করার।' যোগ করেন তামিম।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিব আল হাসান বল করেছেন মাত্র ১০.২ ওভার। একটি ম্যাচেই পূরণ করেছেন কোটার ৪ ওভার। সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে তো বলই করেননি।

তামিম বলেন, আমার মনে হয় তার (সাকিবের) ৪ ওভার বল করা উচিত। হোক ডানহাতি ব্যাট করছে বা বাঁহাতি ব্যাট করছে। তার ৪ ওভার বল করতে হবে। হ্যাঁ পেস বোলিং ইউনিট ভালো করছে। কিন্তু সাকিব হচ্ছে দলের সেরা বোলার। ভারতের জন্য যে রান করছে সূর্যকুমার যাদব, আমি যদি ভুল না করে থাকি শেষ ২ বার যখন সাকিব তাকে বল করেছে দুইবারই তাকে আউট করেছে। তাকে ৪ ওভার বল করতেই হবে। কারণ সে দলের সেরা বোলার।

এমটিআই

Wordbridge School
Link copied!