• ঢাকা
  • শনিবার, ২৯ জুন, ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১

অ্যান্টিগায় বজ্রঝড়ের শঙ্কা, বাংলাদেশ-ভারত ম্যাচ না হলে কী হবে


ক্রীড়া ডেস্ক জুন ২২, ২০২৪, ০৪:৫০ পিএম
অ্যান্টিগায় বজ্রঝড়ের শঙ্কা, বাংলাদেশ-ভারত ম্যাচ না হলে কী হবে

ঢাকা: বাংলাদেশ-ভারত ম্যাচেও আছে বৃষ্টির শঙ্কা। অ্যান্টিগার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা বাংলাদেশ-ভারত ম্যাচ।

আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ওয়েবসাইট আকুওয়েদারের তথ্য বলছে, অ্যান্টিগার স্থানীয় সময় ১০টা থেকে ১১টার মধ্যে বজ্রঝড় হওয়ার কথা রয়েছে। এ ছাড়া বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৪৬ থেকে ৫১ শতাংশ।  

তবে দিনের পুরো সময় বৃষ্টি হওয়ার শঙ্কা নেই বলেও পূর্বাভাস দিয়েছে আকুওয়েদার। সে ক্ষেত্রে বৃষ্টির কারণে সময় নষ্ট হলে ওভার কাটা যেতে পারে এবং ম্যাচের ফল নির্ধারণ হতে পারে ডিএলএস পদ্ধতিতে। 

বাংলাদেশ সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ডিএলএস পদ্ধতিতে ২৮ রানে হেরেছে। এ ছাড়া ২ বছর আগে অস্ট্রেলিয়ায় হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছেও ডিএলএস পদ্ধতিতে ৫ রানে হেরেছিল সাকিব আল হাসানের দল।

শেষ পর্যন্ত যদি বাংলাদেশ-ভারত ম্যাচটি না-ই হয়, বৃষ্টিতে ভেসে যায়, তাহলে সুপার এইটে গ্রুপ ১-এর হিসেবটা কী দাঁড়াবে? বলে রাখা ভালো, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে কোনো রিজার্ভ ডে নেই। তাই ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে বাংলাদেশ ও ভারত ১টি করে পয়েন্ট পাবে।

বাংলাদেশের বিপক্ষে ১ পয়েন্ট পেলেও অস্ট্রেলিয়াকে টপকে গ্রুপের শীর্ষে উঠে যাবে ভারত। এরপরও অবশ্য সেমিফাইনালে না যাওয়ার শঙ্কা থাকবে রোহিত শর্মাদের। কারণ, ভারত সুপার এইটে তাদের শেষ ম্যাচটি খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। 

সেই ম্যাচে তারা যদি হেরে যায় অথবা আফগানিস্তানকে বাংলাদেশ বড় ব্যবধানে হারায়, তাহলে নেট রানরেটে পিছিয়ে থেকে বাদ পড়তে পারে ভারত।

এ ছাড়া বাংলাদেশ ম্যাচ ভেস্তে যাওয়ার পর আফগানিস্তান যদি তাদের শেষ দুটি ম্যাচই জেতে, তাহলেও ভারত ছিটকে যাবে সুপার এইট থেকেই।

এআর 

Wordbridge School
Link copied!