• ঢাকা
  • শনিবার, ০৬ জুলাই, ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১

ভারতের কাছে হেরে বিদায় ‘প্রায় নিশ্চিত’ বাংলাদেশের


ক্রীড়া ডেস্ক জুন ২২, ২০২৪, ১১:৫৫ পিএম
ভারতের কাছে হেরে বিদায় ‘প্রায় নিশ্চিত’ বাংলাদেশের

ঢাকা: ভারতের কাছে বড় হারে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকেই বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেলো বাংলাদেশের। যা একটু সুযোগ আছে কেবলই কাগজে-কলমে। বাস্তবতা যদিও অনেক দূরে।

শনিবার অ্যান্টিগার নর্থ সাউন্ডে ভারতের কাছে ৫০ রানের বড় ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। শেষ ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারালেও অনেক যদি-কিন্তুর ওপর নির্ভর করতে হবে টাইগারদের। বলা যায়, কার্যত টাইগারদের বিদায় হয়ে গেছে আজকের হারেই।

বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য ছিল বিশাল, ১৯৭ রানের। শুরু থেকেই নেতিবাচক ব্যাটিংয়ে কখনই লড়াইয়ে ছিল না টাইগাররা। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৪৬ রানে থামে বাংলাদেশের ইনিংস।

অ্যান্টিগায় বাংলাদেশের রান তাড়া গতি পায়নি কোনো পর্যায়েই। এ ম্যাচে দলের সহ-অধিনায়ক ও পেসারকে বসিয়ে রেখে অতিরিক্ত একজন ব্যাটসম্যানকে খেলিয়েছে বাংলাদেশ। সেই জাকের আলী সাতে নেমে করেছেন ৪ বলে ১ রান। 

অবশ্য বলা যায়, ম্যাচ শেষ তার আগেই। শুরুতে উইকেট ধরে রাখার কৌশলে এগিয়েছে বাংলাদেশ, কিন্তু লক্ষ্য যখন ১৯৬ রান, তখন আসলে শেষদিকে উইকেট রেখে খুব বেশি কিছু করার থাকেও না। 

রিশাদ হোসেন শেষ দিকে খেলেছেন ১০ বলে ২৪ রানের ক্যামিও। সে পর্যন্তই। মাত্র ১৩ রানে ২ উইকেট নিয়েছেন যশপ্রীত বুমরা। কুলদীপ যাদব ১৯ রানে নিয়েছেন ৩টি।

ভোরে আফগানিস্তানকে অস্ট্রেলিয়া হারালেই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের বিদায়। অন্যদিকে তখন সেমিফাইনাল নিশ্চিত হবে অস্ট্রেলিয়া ও ভারতের।

এআর

Wordbridge School
Link copied!