ঢাকা : সুপার এইটের শুরুটা হয়েছে হতাশা দিয়ে। ভারতের কাছে পাত্তাই পায়নি আফগানিস্তান। এবার অস্ট্রেলিয়ার সামনেও দ্রুত থেমে গেলেন রশিদ খানরা। টিকে থাকার ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে ১৪৯ রানের বেশি লক্ষ্য দিতে পারেনি আফগানরা।
বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে অসিদের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৪৮ রান তুলেছে আফগানিস্তান।
সুপার ফোরের লক্ষ্যে রোববার (২৩ জুন) ভোরে আফগানদের টস জিতে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। তবে আগে ব্যাটিংয়ের সুবিধা খুব একটা কাজে লাগাতে পারেনি আফগানিস্তান। দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ছাড়া কেউই দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি। ব্যাট হাতে সর্বোচ্চ ৬০ রান করেছেন গুরবাজ। ৪৯ বলে যা সাজানো চারটি করে ছক্কা চারে।
জাদরান করেন ৪৮ বলে ৫১ রান। শতরানের ওপেনিং জুটি ভাঙার পর বেশিদূর যায়নি আর আফগানিস্তান।
বল হাতে অস্ট্রেলিয়ার হয়ে ২৮ রানে তিন উইকেট নেন প্যাট কামিন্স। সমান ২৮ রান দিয়ে দুটি শিকার অ্যাডাম জাম্পার।
এমটিআই