• ঢাকা
  • শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ

রক্ষণের দুর্বলতা মুছে ছুটছে জার্মানি


ক্রীড়া ডেস্ক জুন ২৩, ২০২৪, ১০:১৪ এএম
রক্ষণের দুর্বলতা মুছে ছুটছে জার্মানি

ঢাকা : দুই ম্যাচে জার্মানি গোল করেছে ৭টি, হজম করেছে মাত্র ১টি। এই একটি গোলও হয়েছে আন্টোনি রুডিগার আত্মঘাতী হওয়ায়। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে জার্মানির এমন দুর্বার গতিতে ছুটে চলায় ফরোয়ার্ডরাই শিরোনামে আসছেন বেশি। তবে রক্ষণভাগের দৃঢ়তার দারুণ ভূমিকাও যে আছে, তা মনে করিয়ে দিলেন দলটির ডিফেন্ডার ইউনাথান টা।

স্কটল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে প্রতিযোগিতা শুরুর পর হাঙ্গেরির বিপক্ষে ২-০ গোলে জিতেছে জার্মানি। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের টেবিলে শীর্ষে থাকা স্বাগতিকরা রোববার মুখোমুখি হবে সুইজারল্যান্ডের।

টানা তিন জয়ের লক্ষ্যে জার্মানি কোচ ইউলিয়ান নাগেলসমান আগেই বলেছেন, পুরো শক্তির দলই নামাবেন তিনি। কোচের সুরে সুর মিলিয়ে টা’ও বললেন, শতভাগ সাফল্য নিয়ে গ্রুপ পর্ব শেষ করাই লক্ষ্য তাদের।

প্রতিটি ম্যাচ জিততে চাই আমরা এবং আমাদের গ্রুপে শীর্ষে থাকতে চাই। আমরা সেরা হতে চাই, জার্মানিকে তালিকায় শীর্ষে দেখতে চাই, র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে দেখতে চাই।

গত বছরের বাজে ফলের পেছনে রক্ষণের দায় আছে বলে সমালোচনা করেছিলেন নাগেলসমান। টা জানালেন, ওই সমালোচনা তাদেরকে কষ্ট দিয়েছিল। এখন তারা একটা দল হিসেবে আরও সংহত।

কেবল ডিফেন্ডাররাই রক্ষণ সামলাবে, বিষয়টা তা নয়; পুরো দল রক্ষণ সামলাবে-আমাদের অবশ্যই একতাবদ্ধ থাকতে হবে। ভুগতে হলেও সেটা হতে হবে একসঙ্গে এবং মানসিকভাবে এই প্রস্তুতি নিতে হবে যে, ম্যাচে কিছু সময় আসবে, যখন আমাদের সবাইকে একসঙ্গে ডিফেন্স করতে হবে।

এমটিআই

 

Wordbridge School
Link copied!