• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
এএইচএফ কাপ

চীনকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক জুন ২৩, ২০২৪, ০৭:৩৭ পিএম
চীনকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

ঢাকা:  জুনিয়র এএইচএফ কাপ হকিতে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব অক্ষুন্ন রইলো। গত আসরের মতো এবারও অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। 

গত আসরে স্বাগতিক ওমানের বিপক্ষে টাইব্রেকারে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২১ এই টুর্নামেন্টে নির্ধারিত সময়ের মধ্যেই ৪-২ গোলে চীনকে হারিয়েছে তারা। 

প্রথমার্ধে বাংলাদেশ ৩-০ গোলে এগিয়েছিল। ২২ মিনিটে রকিবুলের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আমিরুল। ২৭ মিনিটে রকিবুল আবার গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

৩৩ ও ৪১ মিনিটে দুটি গোল করে ম্যাচে নাটকীয়তা ফিরিয়ে আনার পাশাপাশি বাংলাদেশকে চাপে ফেলে চীন। তবে ৫৩ মিনিটে মো. জয়ের গোলে জয় দেখতে শুরু করে লাল-সবুজ জার্সিধারীরা। ৪-২ ব্যবধানের অগ্রগামিতা ধরে রেখে চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়ে বাংলাদেশের যুবারা।

বাংলাদেশ গ্রুপ পর্বে সিঙ্গাপুর, শ্রীলংকা, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠে। সেমিফাইনালে চাইনিজ তাইপেকে হারিয়ে উঠেছিল ফাইনালে।
 
এআর 

Wordbridge School
Link copied!