• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুলাই, ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১
ইউরো ২০২৪

‘শেষ ষোলোয় দেখা যাবে দলগুলোর আসল ফুটবল’


ক্রীড়া ডেস্ক জুন ২৪, ২০২৪, ০১:১১ পিএম
‘শেষ ষোলোয় দেখা যাবে দলগুলোর আসল ফুটবল’

ঢাকা : ইউরো চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত অঘটন বা চমকের দেখা মিলেছে খুব কম। তবে কাগজে-কলমে সেরা দলগুলো নিজেদের স্বাভাবিক খেলাটাও খেলতে পারেনি সে অর্থে। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের ধারণা, দ্বিতীয় রাউন্ডে স্বরুপে দেখা যাবে সব দলকে।

‘বি’ গ্রুপে দুই ম্যাচের দুটিই জিতে এরই মধ্যে শেষ ষোলো নিশ্চিত করেছে স্পেন। দুই ম্যাচেই তারা খেলেছে দাপুটে ফুটবল। এছাড়া ‘এ’ গ্রুপে জার্মানি রেখেছে নিজেদের সেরা খেলার ছাপ। ‘এফ’ গ্রুপে সেরার কাছাকাছিই আছে পর্তুগাল।

শিরোপা প্রত‍্যাশা অন্য দলগুলোর মধ্যে বেলজিয়াম নিজেদের প্রথম ম্যাচে হেরেছে স্লোভাকিয়ার কাছে। এখনও অনিশ্চিত তাদের দ্বিতীয় রাউন্ডের টিকেট। ডেনমার্কের সঙ্গে ড্র করা ইংল্যান্ডও অপেক্ষায় নিজেদের শেষ ম্যাচের।

গত আসরের চ্যাম্পিয়ন ইতালি, ২০১৮ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সও প্রথম দুই ম্যাচে নিশ্চিত করতে পারেনি শেষ ষোলোর টিকেট। আর ক্রোয়েশিয়া তো এখনও পায়নি প্রথম জয়ের দেখা। বাদ পড়ার শঙ্কায় তারা।

গ্রুপ পর্বে তৃতীয় ম্যাচে আলবেনিয়ার মুখোমুখি হওয়ার আগে ফুয়েন্তে বললেন, টুর্নামেন্টের শুরুতে এমন হলেও নক-আউট পর্বে সেরা দলগুলোর আসল চেহারা দেখা যাবে।

“আমার মনে হয় না, কিছু দলের আসল খেলাটা আমরা এখনও দেখেছি। কয়েকটি দল শুরুতেই প্রতিদ্বন্দ্বিতার পর্যায়ে চলে গেছে। যেখানে ফেভারিট বা শিরোপার দাবিদার অন্যরা এখনও পূর্ণ ছন্দে ছোটা শুরু করেনি।”

“নক-আউট পর্ব শুরু হলে আর ভুলের কোনো সুযোগ নেই। তাই আমার মনে হয়, শেষ ষোলো শুরু হলে আমরা দলগুলোর আসল সামর্থ্য দেখতে পারব।”

বাংলাদেশ সময় সোমবার রাতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আলবেনিয়ার মুখোমুখি হবে স্পেন।

এমটিআই

Wordbridge School
Link copied!