• ঢাকা
  • রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

সেমিতে যেতে যত ওভারে জিততে হবে বাংলাদেশকে?


ক্রীড়া ডেস্ক জুন ২৫, ২০২৪, ০৮:২২ এএম
সেমিতে যেতে যত ওভারে জিততে হবে বাংলাদেশকে?

ঢাকা: বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। বোলাররা সেই কাজটা সহজ করে দিয়েছেন। এবার পালা ব্যাটসম্যানদের।

২০ ওভার ব্যাটিং করেও ১১৫ রানের বেশি করতে পারেনি আফগানরা। তবে বাংলাদেশ এই রান তাড়া করতে খুব বেশি বল হাতে পাবে না।

ম্যাচের আগে বাংলাদেশের রানরেট (-২.৪৮৯), আফগানিস্তান (-০.৬৫) আর অস্ট্রেলিয়া (-০.৩৩১)। সমীকরণ বলছে, বাংলাদেশকে আজ রানরেটে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলতে হলে আফগানিস্তানের ১১৫ রান তাড়া করতে হবে ১২.১ ওভারের মধ্যে। 

তবে ১১৫ রানে পৌঁছে ছক্কা মেরে জিততে চাইলে সে ক্ষেত্রে আরও চার বল বেশি পাবে বাংলাদেশ, অর্থাৎ, জিততে হবে ১২.৫ ওভারের মধ্যে। আর ১১৫ রানে পৌঁছে চার মেরে জিততে হলে সে ক্ষেত্রে ১২.৩ ওভার পর্যন্ত সুযোগ পাবে বাংলাদেশ।  

মাঠটা সেন্ট ভিনসেন্ট, আর আফগানিস্তানের বোলিং আক্রমণ এমনিতেই দুর্ধর্ষ, এই পিচে তো আরও বেশিই ভয়ংকর। এই পিচে ২০ ওভারে ১১৫ রান তোলাই কঠিন, সেখানে বাংলাদেশকে দুর্গম গিরিই পার করার সমীকরণ নিয়ে নামতে হবে।  

এআর

Wordbridge School
Link copied!