• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

রোহিত-কোহলিদের টপকে বিশ্বকাপের সেরা একাদশে রিশাদ


ক্রীড়া ডেস্ক জুন ৩০, ২০২৪, ০১:০৭ পিএম
রোহিত-কোহলিদের টপকে বিশ্বকাপের সেরা একাদশে রিশাদ

ঢাকা : একদিন আগেই বিশ্বকাপের সেরা একাদশ জানিয়েছিল অস্ট্রেলিয়া। সেই একাদশে জায়গা হয়েছিল বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেনের। এবার বিশ্বকাপের পর সেরা ফ্যান্টাসি একাদশ ঘোষণা করেছে আইসিসি। যেখানেও জায়গা হয়েছে রিশাদের। নিজের প্রথম বিশ্বকাপেই এই অর্জন করছেন রিশাদ। অবশ্য রিশাদের জায়গা হয়েও ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মার জায়গা হয়নি এই একাদশে।

রিশাদ মুগ্ধ করলেও বাংলাদেশের বিশ্বকাপটা অবশ্য ভালো কাটেনি। সুপার এইটে পা রাখলেও কোনো ম্যাচেই জয় পায়নি নাজমুল শান্তর দল। তবে ব্যক্তিগতভাবে বিশ্বকাপটা রাঙিয়ে রেখেছেন রিশাদ। ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপেই শিকার করেছেন ১৪ উইকেট।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে রিশাদ হয়েছিলেন ম্যাচসেরা। পরের ম্যাচগুলোতেও দারুণ বোলিং করেছেন। টুর্নামেন্টে রিশাদের ইকনমি ছিল ৭.৭৬। সব মিলিয়ে এমন বোলিং তাকে ফ্যান্টাসি ক্রিকেটের সেরা একাদশে নিয়ে এসেছে। ৪৭৮ পয়েন্ট নিয়ে তিনি ঢুকে গেছেন সেরা একাদশে।

পয়েন্টের বিচারে এই তালিকায় শীর্ষে আছেন অবশ্য আফগান অধিনায়ক রশিদ খান। তার নেতৃত্বে প্রথমবার সেমিফাইনালে খেলে আফগানরা। যেখানে রশিদের পয়েন্ট ৫৭৮। এই একাদশের নেতৃত্বও দেওয়া হয়েছে রশিদ খানকে। তার ঠিক পেছনে আছেন হার্দিক পান্ডিয়া। তার পয়েন্ট ছিল ৫৪৮।

এদিকে তার সতীর্থ ফজলহক ফারুকী ৫৪৬ পয়েন্ট নিয়ে আছেন এই তালিকার তিনে। সেমিফাইনালে খেলা আফগানিস্তানের খেলোয়াড় আরও একজন আছেন এই একাদশে। রহমানউল্লাহ গুরবাজকে এখানে রাখা হয়েছে উইকেটরক্ষক ওপেনার হিসেবে। তবে ফাইনালে ম্যাচসেরা হলেও একাদশে জায়গা হয়নি বিরাট কোহলির। আসরের বাকি ম্যাচগুলোতে তার পারফরম্যান্স ছিল না আশাজাগানিয়া। ভারতকে বিশ্বকাপ জিতিয়ে হার্দিক ছাড়াও একাদশে জায়গা করে নিয়েছেন জাসপ্রীত বুমরাহ ও আরশদীপ সিং।

আইসিসির টুর্নামেন্ট-সেরা ফ্যান্টাসি একাদশ : রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, ত্রিস্তান স্টাবস, হার্দিক পান্ডিয়া, মার্কাস স্টয়নিস, রশিদ খান (অধিনায়ক), ফজলহক ফারুকী, জাসপ্রীত বুমরাহ, আরশদীপ সিং, রিশাদ হোসেন।

এমটিআই

Wordbridge School
Link copied!