• ঢাকা
  • সোমবার, ০৮ জুলাই, ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১

সকালে কোপা রাতে ইউরো, আজ যেভাবে কাটবে ফুটবলপ্রেমীদের


ক্রীড়া ডেস্ক জুলাই ৫, ২০২৪, ০৮:২৩ এএম
সকালে কোপা রাতে ইউরো, আজ যেভাবে কাটবে ফুটবলপ্রেমীদের

ঢাকা : ছুটির সকাল শুক্রবার। আষাঢ়ের এই বর্ষণমুখর সকালে ঘুম ভাঙতেই ফুটবল প্রেমীদের চোখ যাবে টিভি পর্দায়। কাল বর্তমান বিশ্বকাপ ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার খেলা। সারারাত না ঘুমিয়ে যারা সকালে খেলা দেখবেন তারা চাইলে পরেও ঘুমিয়ে নিতে পারেন। কারণ কাল সাপ্তাহিক ছুটির দিন।

কোপা আমেরিকার নক-আউট পর্ব শুরু হচ্ছে আজ থেকে। প্রথম কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসিদের প্রতিপক্ষ ইকুয়েডর। টুর্নামেন্ট শুরুর আগে এক সাক্ষাৎকারে মেসি বলেছিলেন, কোপার এবারের আসরে ব্রাজিল-আর্জেন্টিনার বাইরে তৃতীয় শক্তিশালি দল ইকুয়েডর।

এই দলটির বিপক্ষে জিতলে নিশ্চিত হবে সেমিফাইনাল। হারলেই বিদায়। শুধু তাই নয়, হেরে গেলে এটাই হবে আনহেল ডি মারিয়ার ক্যারিয়ারের শেষ ম্যাচ। সতীর্থরা অবশ্যই চাইবেন শেষটাও শিরোপায় রাঙাতে। কারণ ফেভারিটের তকমাটা যে এখনও তাদের গায়ে মাখা আছে।

বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি। যা শেষ হতে হতে ৯টা বেজে যেতে পারে। খেলাপ্রেমীদের যারা রাতে ঘুমাবেন না, তারা চাইলে ছুটির দিনটাতে ম্যাচ শেষেও ঘুমুতে যেতে পারেন। সারাদিন ঘুমিয়ে বাইরে আড্ডা দিয়ে আবার রাত ১০টার আগে ঘরে ফিরলেই হলো।

কারণ ঐ সময়টাতে আবার মাঠে গড়াবে ইউরো। সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়নও খেলতে নামবে কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন ও জার্মানি। যে জিতবে সেই নিশ্চিত করবে শেষ চারের টিকিট। জার্মানি হারলে ঘরের মাঠে বিদায় হবে তাদের। সঙ্গে অবসর ভেঙে ফেরা টনি ক্রুসেরও শেষ ম্যাচ হয়ে যাবে এটা। কারণ আগেই ঘোষণা করেছিলেন, ইউরো শেষেই বুটজোড়া তুলে রাখবেন তিনি। সতীর্থরা নিশ্চয়ই চাইবেন তার শেষটাও শিরোপায় রাঙিয়ে দিতে। ১০ বছর হতে চললো জার্মানরা কোনো আন্তর্জাতিক শিরোপা জেতে না।

সেই ম্যাচ শেষ হওয়ার ১৫ মিনিটের মধ্যেই শুরু হবে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। ফ্রান্সের মুখোমুখি হবে পর্তুগাল। পর্তুগাল হেরে গেলেও এটা হতে পারে ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ আন্তর্জাতিক ম্যাচ। গুঞ্জন চলছে, ইউরো শেষেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন ৩৯ বছর বয়সী এই তারকা।

পরদিন সকাল ৭টায় আবার ব্রাজিলের মুখোমুখি হবে উরুগুয়ে। ফুটবল বিশ্বকাপের অভিষেক আসরের চ্যাম্পিয়ন বনাম টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটির লড়াই হবে। চাইলে খেলাপ্রেমীরা না ঘুমিয়ে সেই ম্যাচও দেখতে পারেন। কারণ পরদিনও আবার সাপ্তাহিক ছুটি। 

এমটিআই
 

Wordbridge School
Link copied!