• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

কলম্বিয়ার সাফল্যের মন্ত্র ‘সতীর্থের জন্য খেলা’


ক্রীড়া ডেস্ক জুলাই ৭, ২০২৪, ০৬:৫৯ পিএম
কলম্বিয়ার সাফল্যের মন্ত্র ‘সতীর্থের জন্য খেলা’

ঢাকা: চলতি কোপা আমেরিকায় এখন পর্যন্ত দারুণ ছন্দে কলম্বিয়া। গ্রুপ পর্বে ব্রাজিলকে রুখে দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর শেষ আটের ম্যাচে তারা উড়িয়ে দিয়েছে পানামাকে। ৫-০ গোলের জয়ে তারা নাম লিখিয়েছে সেমি-ফাইনালে।

এর আগে গ্রুপ পর্বের তিন ম্যাচে তারা করে ৬ গোল। প্যারাগুয়ে ও কোস্টা রিকাকে হারানোর পর ১-১ গোলে ড্র হয় ব্রাজিলের সঙ্গে ম্যাচ। অপরাজিত যাত্রার আরও এক ম্যাচ বাড়িয়ে পানামাকে লড়াই করতেই দেননি হামেস রদ্রিগেস, লুইস দিয়াসরা।

দুই বছর আগের জুন মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে এই অপ্রতিরোধ্য যাত্রার সঙ্গী লরেন্সো। তার কোচিংয়ে এখন পর্যন্ত ২৫ ম্যাচের একটিও হারেনি কলম্বিয়া।

সবশেষ পানামাকে হারানোর পর, দলের এই পথচলায় ফুটবলারের একে অপরকে সাহায্য করার মানসিকতার কথা বলেন লরেন্সো।

“১১ জন ফুটবলারের সবাই নিজের সতীর্থের জন্য খেলে, বাকি ১০ জনের জন্য খেলে। পুরো দল এটিই দেখাচ্ছে। দুর্দান্ত মনোভাব এবং সতীর্থদের জন্য সবটা দিয়ে দিচ্ছে।”

“প্রথম মিনিট থেকেই এটি দৃশ্যমান। আমি মনে করি এভাবেই নেতৃত্ব সামলাতে হয় এবং কোচিং স্টাফ ঠিক এটিই চিন্তা করে। ঈশ্বরকে ধন্যবাদ, এদিক থেকে খুবই ভালো দল।" বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার সকালে সেমি-ফাইনালে আরেক অপরাজিত দল উরুগুয়ের মুখোমুখি হবে কলম্বিয়া।

এআর

Wordbridge School
Link copied!