• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

‘ভারতের উদযাপন দেখলে গায়ের লোম দাঁড়িয়ে যায়’


ক্রীড়া ডেস্ক জুলাই ৭, ২০২৪, ১০:০৮ পিএম
‘ভারতের উদযাপন দেখলে গায়ের লোম দাঁড়িয়ে যায়’

ঢাকা: সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। চ্যাম্পিয়ন হয়ে তারা যেভাবে আনন্দ-উৎসব করে, তখন বাংলাদেশের ক্রিকেটাররাও স্বপ্ন দেখেন- একদিন এমন উদযাপন তারাও করতে পারবেন।

বাংলাদেশের পেস অলরাউন্ডার সাইফউদ্দিনের তো ভারতীয় ক্রিকেটারদের বিশ্বকাপ ট্রফি জয়ের উদযাপন দেখে রীতিমত শরীরের লোম দাঁড়িয়ে গেছে। নিজের ভেতর সূপ্ত একটি প্রতীজ্ঞাও তৈরি করে নিয়েছেন, একদিন তারাও এমন উদযাপন করতে পারবেন।

মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে নিজের মতামত জানান সাইফউদ্দিন। বিশ্বকাপ স্কোয়াড থেকে শেষ মুহূর্তে বাদ পড়েছিলেন তিনি। যদিও সাইফউদ্দিনকে বাদ দেয়া নিয়ে সমালোচনার মুখোমুখি হতে হয়েছিলো নির্বাচকদের। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের উইকেটে সাইফউদ্দিন অনেক কার্যকরী হতে পারতেন বলে বিশেষজ্ঞদের ধারণা।

সাইফউদ্দিন বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে খুব একটা হতাশ নন। তিনি বলেন, ‘না, অবশ্যই ভালো খেলেছে। যদিও আরো ভালো খেললে আরো ভালো লাগতো। তারপরও ওভারঅল ভালো লেগেছে। শেষ একটা ইকুয়েশন ছিল, সেমিফাইনাল খেলার। ভালো সুযোগও ছিল হয়তোবা হয়নি। তারপরও ওদের চেষ্টাকে আমি এপ্রিশিয়েট করি। অবশ্যই নিজের দেশ ভালো খেলে তো ভালো লাগেই।’

এ সময় ভারতীয় ক্রিকেটার এবং সে দেশের সমর্থকদের উদযাপন দেখে নিজের শরীরের লোম দাঁড়িয়ে যায় বলে মন্তব্য করেন সাউফউদ্দিন। তিনি বলেন, ‘যেমন ইন্ডিয়া অনেক সেলিব্রেশন করতেছে বিশ্বকাপ জয়ের পর। এগুলো দেখলে তো গায়ের লোম দাঁড়িয়ে যায়। অবশ্যই ইনশাল্লাহ আমরাও মাঝেমধ্যে চিন্তা করি কবে, এরকম চ্যাম্পিয়ন হব দেশের মানুষের সাথে এরকম উদযাপন করব। তো এটা আসলে চিন্তা করি। মানুষ তার স্বপ্ন দেখতে দোষ নেই আমরাও দেখি।’

সাইফউদ্দিনের পরিবর্তে সুযোগ পেয়েছিলেন তানজিম সাকিব। তিনি খুব ভালো করেছেন বিশ্বকাপে। এ নিয়ে মতামত জানতে চাইলে সাইফউদ্দিন বলেন, ‘দেখুন, কম্পিটিশনের তো শেষ নেই। ভালোর উপরে তো ভালো আছে। চেষ্টা করব আরো ভালো করার। অবশ্যই আমি তাকে এপ্রিসিয়েট করি। তানজিম সাকিব অসাধারণ খেলেছে।’

‘আমার সে কলিগ। আবাহনীতে আমরা একসাথে খেলেছি। তো এটাই আসলে ক্রিকেটারদের কেউ ভালো খেলবে কেউ খারাপ খেলবে এটার জন্য খুব বেশি চিন্তা না করে কিভাবে আরো বেটার কিছু করা যায় সেদিকে চেষ্টা করব। প্রত্যেকটা ক্রিকেটারের দিন যায়। ওর দিনে ও ভালো, আমার যখন দিন আসবে আমিও আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

দল থেকে বাদ পড়ায় খারাপ লাগেনি? কিংবা এ সময়টা কিভাবে কাটিয়েছেন? জানতে চাইলে সাইফউদ্দিন বলেন, ‘এটা তো আসলে অনূর্ধ্ব-১৯ থেকে জীবনের সাথে ইউজড টু হয়ে গিয়েছি। এ জন্য আসলে খুব বেশি খারাপ লাগে না। চেষ্টা করি যখনই সুযোগ পাই, ভালো খেলার। চেষ্টা করি, প্র্যাকটিসের উপরেই থাকি।’
 
এআর

Wordbridge School
Link copied!