ঢাকা: গত এপ্রিলে বিসিবির সঙ্গে স্পিন বোলিং কোচ হিসেবে চুক্তি করেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদ। শুরুতে চুক্তিটা ছিল সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। কাজে সন্তুষ্ট হওয়ায় তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে যেতে চায় বিসিবি।
২ জুলাই বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।
কিন্তু গতকাল জানা গেছে, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে নতুন করে চুক্তি করেছেন মুশতাক। যে কারণে আগামী মাসে বাংলাদেশ দলের পাকিস্তান সফরে মুশতাককে পাওয়া নিয়ে অনিশ্চয়তায় আছে বিসিবি।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী আজ মিরপুরের বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘আগে থেকেই তার কিছু চুক্তি করা ছিল। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে যেটা আছে, এর বাইরে আরও কিছু চুক্তি তার আছে। তখন আমরা শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ওইটুক পর্যন্ত তার সঙ্গে চুক্তি করি। তার সঙ্গে আজকেও কথা হয়েছে। উনার ডিসেম্বর পর্যন্ত আগের কিছু চুক্তি করা আছে।’
প্রধান নির্বাহী কর্মকর্তা অবশ্য জানিয়েছেন, মুশতাককে কত দিনের জন্য পাওয়া যাবে, সেটা বিসিবি তার কাছে আগেও জানতে চেয়েছিল। কিন্তু আগে থেকেই অন্যান্য জায়গায় কথা বলে রাখায় তখন তার পক্ষে বিসিবিকে তা জানানো সম্ভব হয়নি। যদিও বিসিবি এখনো আশাবাদী, বাংলাদেশ দলের স্পিনারদের অভিভাবক হিসেবে মুশতাককে তারা পাবেন। নিজাম উদ্দিন চৌধুরীই পরে বলেছেন, ‘অন্যান্য কাজের বাইরে যে সময়টা তিনি বাংলাদেশকে দিতে পারবেন, সে সময়টা দেবেন। পাশাপাশি তার সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদি চুক্তির ব্যাপারেও কথা হচ্ছে।’
নিজাম উদ্দিন চৌধুরী জানান, ‘আমরা আমাদের সামনের সিরিজগুলোর সূচি পাঠিয়েছি। সেটা দেখে যত তাড়াতাড়ি সম্ভব তিনি সিদ্ধান্ত জানাবেন। গত সংবাদ সম্মেলনে আমাদের প্রেসিডেন্ট মহোদয় জানিয়েছেন, আমরা তার ব্যাপারে আগ্রহী। যেহেতু তার দিক থেকেও ইতিবাচক সাড়া পাচ্ছি, আমরা আপাতত তাকেই বিবেচনা করছি।’
এআর
আপনার মতামত লিখুন :