ঢাকা : লর্ডস টেস্টে ইনিংস হারের শঙ্কায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। দ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয়ের শঙ্কায় পড়ে যায় ক্যারিবীয়রা।
লর্ডস টেস্টের প্রথম ইনিংসে অভিষিক্ত গাস অ্যাটকিনসনের গতির মুখে পড়ে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ১২১ রানেই অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ৪৫ রানে ৭ উইকেট নেন এই টেস্টে অভিষেক হওয়া অ্যাটকিনসন।
জবাবে ব্যাটিংয়ে নেমে জ্যাক ক্রলি (৭৬), জেমি স্মিথ (৭০), জো রুট (৬৮), ওলি পোপ (৫৭) ও হ্যারি ব্রুকের (৫০) ফিফটিতে ভর করে ৩৭১ রান করে ইংল্যান্ড ক্রিকেট দল।
২৫০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের শেষ বিকেলে ৭৯ রান তুলতেই ওয়েষ্ট ইন্ডিজ হারিয়েছে ৬ উইকেট। প্রথম সারির ৬ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে ইনিংস ব্যবধানে পরাজয়ে শঙ্কিত ক্যারিবীয়রা।
এমটিআই