• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

অ্যান্ডারসনের জন্য টেন্ডুলকারের আবেগঘন বার্তা


ক্রীড়া ডেস্ক জুলাই ১২, ২০২৪, ১০:০২ পিএম
অ্যান্ডারসনের জন্য টেন্ডুলকারের আবেগঘন বার্তা

ঢাকা: আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন জেমস অ্যান্ডারসন। লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টটিই আন্তর্জাতিক ক্যারিয়ারে তার শেষ ম্যাচ।

অ্যান্ডারসনের ক্যারিয়ারের সেই শেষটা হলো আজ, লর্ডস টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংস ও ১১৪ রানের জয় দিয়ে।

অ্যান্ডারসনের বিদায়ে তার সতীর্থ থেকে শুরু করে অনেকেই অনেকভাবে অভিনন্দন আর শুভেচ্ছা জানিয়েছেন। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস যেমন বলেছেন, ‘খুব ভাগ্যবান যে তার মতো একজনকে ড্রেসিংরুমে পেয়েছি।’ তবে অ্যান্ডারসনের জন্য হয়তো সবচেয়ে বড় পাওয়া হয়ে থাকবে তার একসময়ের তুমুল প্রতিদ্বন্দ্বী শচীন টেন্ডুলকারের বার্তা।

দুই দশকেরও বেশি সময় ধরে ১৮৮টি টেস্ট খেলা অ্যান্ডারসনকে নিয়ে কিংবদন্তি টেন্ডুলকার এক্সে লিখেছেন, ‘এই যে জিমি! অসাধারণ ২২ বছরের স্পেলে তুমি ভক্তদের একের পর এক বিস্ময় উপহার দিয়ে গেছ। তুমি যেহেতু বিদায় বললে, তাই ছোট্ট করে শুভেচ্ছা জানাচ্ছি।’

টেস্ট ক্রিকেটে অ্যান্ডারসন ২১ বছরের ক্যারিয়ারে নিয়েছেন ৭০৪ উইকেট। যেটা টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি করেছে তাকে। আর পেসারদের মধ্যে তিনিই সর্বোচ্চ উইকেটশিকারি। অ্যান্ডারসনের এমন ক্যারিয়ার নিয়ে উচ্ছ্বসিত টেন্ডুলকার বলেছেন, ‘এই অ্যাকশন, গতি, নিখুঁততা, সুইং আর ফিটনেস নিয়ে তোমাকে বোলিং করতে দেখাটা ছিল আনন্দের। তুমি তোমার খেলা দিয়ে প্রজন্মের পর প্রজন্মকে অনুপাণিত করে গেছ।’

লেখা এখানেই শেষ করেননি টেন্ডুলকার। এরপর তিনি লিখেছেন, ‘সামনের দিনে তোমার সুস্বাস্থ্য আর আনন্দময় সুন্দর জীবন কামনা করছি।’ এর আগে লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে অ্যান্ডারসন বলেছিলেন, তাঁর কাছে মুখোমুখি হওয়া সবচেয়ে কঠিন ব্যাটসম্যান ছিলেন টেন্ডুলকার।

এআর

Wordbridge School
Link copied!