Menu
ঢাকা: লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে আজ উইম্বলডনের নারী এককের ফাইনালে তিন সেটের লড়াই শেষে চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেইচিকোভার হাতে উঠল চ্যাম্পিয়ন ভেনাস রোজওয়াটার ডিশ।
দ্বিতীয়বার গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হলেন ২৮ বছর বয়সী চেক তারকা। ক্রেইচিকোভা এর আগে ২০২১ সালে জিতেছিলেন ফ্রেঞ্চ ওপেন।
ফ্রেঞ্চ ওপেনের পর উইম্বলডন, পাওলিনি টানা দুটি গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে হারলেন দুবারই। গত মাসেই ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে পোল্যান্ডের ইগা সিওনতেকের কাছে সরাসরি ৬-২, ৬-১ গেমে হেরেছিলেন ২৮ বছর বয়সী পাওলিনি। ইতালিয়ান মেয়ে এবার উইম্বলডনের ফাইনালেও প্রথম সেটটি হারেন ৬-২ গেমে।
এরপর দ্বিতীয় সেটটি ৬-২ গেমে জিতে সেমিফাইনালে ঘুরে দাঁড়িয়ে পাওয়া জয়ের স্মৃতিই ফিরিয়ে আনেন পাওলিনি। দোনা ভেকিচের বিপক্ষে সেই ম্যাচে প্রথম সেটে হারের পর ঘুরে দাঁড়িয়েই ফাইনালে উঠেছিলেন সপ্তম বাছাই পাওলিনি। কিন্তু আজ আর পারলেন না, দুবার চ্যাম্পিয়নশিপ পয়েন্ট বাঁচিয়েও ৩১তম বাছাই ক্রেইচিকোভার কাছে হেরে গেলেন ৬-২, ২-৬, ৬-৪ গেমে।
এআর
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT