Menu
ঢাকা: সাঞ্জু স্যামসনের ফিফটি ও শিভাম দুবের ক্যামিও ইনিংস ভারতকে এনে দেয় লড়াইয়ের পুঁজি। দুবে পরে আলো ছড়ালেন বল হাতেও। সঙ্গে মুকেশ কুমারের ক্যারিয়ার সেরা বোলিংয়ে জিম্বাবুয়েকে অনায়াসে হারিয়ে সিরিজের শেষটাও রাঙাল ভারত।
পঞ্চম টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়নদের জয় ৪২ রানে। হারারেতে রোববার ১৬৭ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে ১২৫ রানে গুটিয়ে দেয় সফরকারীরা।
বিশ্বকাপ জয়ের পর অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে এই সফরে প্রথম ম্যাচে হেরে বসে ভারত। তারপর টানা চারটি জিতে সিরিজ শেষ করল শুবমান গিলের নেতৃত্বাধীন দল।
ভারতের এই দলে বিশ্বকাপ স্কোয়াডের তিনজন খেলোয়াড় ছিলেন। বলতে গেলে বি টিম নিয়েই জিম্বাবুয়েকে ঘরের মাঠে নাকানি-চুবানি খাইয়ে আসল লাক্সম্যানের দল।
এআর
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT