• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কোপা আমেরিকা জিতে কত টাকা পেল আর্জেন্টিনা


ক্রীড়া ডেস্ক জুলাই ১৫, ২০২৪, ০২:৫১ পিএম
কোপা আমেরিকা জিতে কত টাকা পেল আর্জেন্টিনা

ঢাকা: আবারো কোপা আমেরিকা শিরোপা জিতল আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা মহাদেশের সেরা হয়ে আর্জেন্টিনা কত টাকা পেয়েছে, সেই প্রশ্নই এখন ভক্তদের মনে।

কোপা আমেরিকার আয়োজক কনমেবল ১০ দলের টুর্নামেন্টে মোট প্রাইজমানিই রেখেছিল ৭ কোটি ২০ লাখ মার্কিন ডলার। এখানে অংশগ্রহণ ফি বাবদ প্রতিটি দলের জন্য ন্যূনতম ২০ লাখ ডলারের নিশ্চয়তা দেওয়া হয়েছে।

ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনা পেয়েছে সবচেয়ে বেশি অর্থ-১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১৮৮ কোটি টাকার কিছু বেশি। রানার্সআপ হওয়া কলম্বিয়ার প্রাপ্তি অবশ্য অর্ধেকেরও কম-৭০ লাখ মার্কিন ডলার বা ৮২ কোটি টাকার বেশি।

স্পেন ও আর্জেন্টিনা দুদলেরই অবশ্য আরও কিছু অর্থপ্রাপ্তির সুযোগ আছে। দুই মহাদেশের চ্যাম্পিয়ন ‘ফিনালিসিমা’ নামে একটি ম্যাচ খেলবে। সে ম্যাচের অংশগ্রহণ ও ট্রফি জয়ের জন্যও অর্থ বরাদ্দ।

এআর

Wordbridge School
Link copied!