• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

অলিম্পিকে এবার বাংলাদেশের পতাকা বহন করবেন যারা


ক্রীড়া ডেস্ক জুলাই ২৬, ২০২৪, ০৮:৪৩ পিএম
অলিম্পিকে এবার বাংলাদেশের পতাকা বহন করবেন যারা

ঢাকা: অলিম্পিকের পর্দা উঠছে আজ। বাংলাদেশ সময় শুক্রবার সাড়ে ১১টায় প্যারিসের সিন নদীকে ঘিরে হবে উদ্বোধনী অনুষ্ঠান। 

প্রায় সাড়ে ১০ হাজার অ্যাথলেট নৌকায় করে সিন নদীতে মার্চপাস্টে অংশ নেবেন। উদ্বোধনী অনুষ্ঠানে অলিম্পিকে অংশগ্রহণকারী দেশগুলোর পতাকা বহনকারীদের নাম ঘোষণা করেছে অলিম্পিক কমিটি।

শুক্রবার (২৬ জুলাই) সকালে প্রকাশিত তালিকা থেকে জানা যায়, অলিম্পিকে এবার বাংলাদেশের পতাকা বহন করবেন আর্চার সাগর ইসলাম। তার সঙ্গে সাঁতারু সোনিয়া খাতুনের নামও রয়েছে। তিনি অলিম্পিকে বাংলাদেশের একমাত্র নারী ক্রীড়াবিদ।

এবারের অলিম্পিকে সবমিলিয়ে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন পাঁচ ক্রীড়াবিদ। এর মধ্যে আর্চার সাগর ইসলাম ও সাঁতারু সোনিয়া খাতুনের সঙ্গে আরও রয়েছেন স্প্রিন্টার ইমরানুর রহমান, সাঁতারু সামিউল ইসলাম রাফি এবং শুটার রবিউল ইসলাম।

উল্লেখ্য, প্যারিস অলিম্পিকে বিশ্বের ২০৬টি দেশের আনুমানিক সাড়ে ১০ হাজার ক্রীড়াবিদ ৩২টি ডিসিপ্লিনের ৩২৯ ইভেন্টে পদকের জন্য লড়াই করবেন।

এআর

Wordbridge School
Link copied!