• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
অলিম্পিক

শুটিংয়ে প্রথম সোনা জিতল চীন


ক্রীড়া ডেস্ক জুলাই ২৭, ২০২৪, ০৩:৪৪ পিএম
শুটিংয়ে প্রথম সোনা জিতল চীন

ঢাকা: দুর্দান্ত লড়াইয়ের পর শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র দলগত ইভেন্টে সোনা জিতল চীন। ফাইনালে দক্ষিণ কোরিয়ার জিহিউম কিউম-হাজুন পার্ক জুটিকে ১৬-১২ পয়েন্টে হারিয়েছে চীনের লিহাও সেং-ইয়ুতিং হুয়াং জুটি।

শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল দলগত মিশ্র ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে কাজাখস্তান। ব্রোঞ্জের লড়াইয়ে জার্মানির ম্যাক্সিমিলিয়ান উলব্রিখ-আনা ইয়ানসেন জুটিকে হারিয়েছে কাজাখস্তানের সাতপায়েভ ইসলাম-লে আলেক্সান্দ্রা জুটি।

সিন নদীতে চলছিল মার্চপাস্ট। একে একে নদীর বুক চিরে নানা আকারের জলযানে করে অলিম্পিকে অংশ নেওয়া বিভিন্ন দেশ বা দলের অ্যাথলেটরা। এরই ধারাবাহিকতায় দক্ষিণ কোরিয়া দল যখন জলযানে করে মার্চপাস্টে আসে, ধারাভাষ্যকার তাদের পরিচয় করিয়ে দেন।

পরিচয়পর্বে প্রথমে ফরাসি ভাষায় দক্ষিণ কোরিয়াকে বলা হয়, ‘রিপাবলিকে পপুলাইরে দেমোক্রাতিকে দে কোরে।’ পরে ইংরেজিতে বলা হয়, ‘ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া।’ এটা উত্তর কোরিয়ার অফিশিয়াল নাম। আর দক্ষিণ কোরিয়ার অফিশিয়াল নাম হচ্ছে রিপাবলিক অব কোরিয়া। এমন ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার ক্রীড়ামন্ত্রী আর ক্ষমাপ্রার্থনা করেছে আইওসি।

এআর

Wordbridge School
Link copied!