ঢাকা: অবসর ভেঙে ফেরার পর দাপিয়ে বেড়াচ্ছেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। আজ এই ফ্র্যাঞ্চাইজি লিগে তো কাল আরেক ফ্রাঞ্চাইজি লিগে।
মাঝে দুদিন না যেতেই আমিরকে দেখা যাচ্ছে আরেক ফ্র্যাঞ্চাইজি লিগে। সব মিলিয়ে আমির এক সপ্তাহেরও কম সময়ে খেলেছেন ভিন্ন তিনটি আসরে, যা অবাক করছে সবাইকে।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগ ভাইটালিটি ব্লাস্ট ডার্বিশায়ারের হয়ে টানা পাঁচটি ম্যাচ খেলে মোহাম্মদ আমির যোগ দেন সেখানকারই আরেক প্রতিযোগিতা দ্য হান্ড্রেডে। ওভাল ইনভিনসেবলসের হয়ে বার্মিংহ্যাম ফনিক্সের বিপক্ষে ৭ রান খরচায় ২ উইকেট নেন।
এর পর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের দল ভানকোভার নাইটে যোগ দেন আমির। বোলিংয়ে মুগ্ধতা ছড়ান। কোনো উইকেট না পেলেও ২ ওভারে খরচ করেন মাত্র ৭ রান। যদিও তার দল সেই ম্যাচ জেতেনি।
আর এই তিনটি প্রতিযোগিতায় আমির খেলেছেন এক সপ্তাহেরও কম ব্যবধানে। ডার্বিশায়ারের হয়ে আমির সবশেষ ম্যাচ খেলেছেন গত ১৯ জুলাই। এরপর ওভাল ইনভিনসেবলসের হয়ে আমির মাঠে নেমেছেন ২৩ জুলাই। আর সবশেষ ভানকোভার নাইটের হয়ে মাঠে নেমেছেন ২৫ জুলাই। অর্থাৎ ৭ দিনের ব্যবধানে ভিন্ন তিনটি প্রতিযোগিতায় খেলেছেন আমির।
এআর