Menu
ঢাকা: নারীদের এশিয়া কাপের ফাইনালে এর আগে পাঁচবার ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। তবে হেরেছে প্রত্যেকবারই। প্রতিপক্ষ ছিল একটি দলই, ভারত।
টুর্নামেন্টে প্রথম শিরোপার জন্য ষষ্ঠবারের প্রচেষ্টাতেও লঙ্কান মেয়েরা লড়ছে সেই ভারতের বিপক্ষেই। শিরোপার লড়াইয়ে স্মৃতি মান্ধানার ব্যাটে ভর করে ১৬৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিল ভারত। মান্ধানা করেন ৪৭ বলে ৬০ রান।
এবারের আসরের দুই ফাইনালিস্ট এখন পর্যন্ত হারেনি কোনো ম্যাচে। এতেই এই ম্যাচটি ভারত বা শ্রীলঙ্কা যেই জিতুক তারা শিরোপা উঁচিয়ে ধরবে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবেই।
ডাম্বুলায় টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কর। সেখানে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে তাদের সংগ্রহ ১৬৫ রান।
এআর
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT