• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নদী দূষণে অলিম্পিকের অনুশীলন বাতিল


ক্রীড়া ডেস্ক জুলাই ২৮, ২০২৪, ০৬:০৩ পিএম
নদী দূষণে অলিম্পিকের অনুশীলন বাতিল

ঢাকা: প্যারিসের অন্যতম নদী সিন। এই নদী ও নদী তীরবর্তী অঞ্চলে বসেছে প্যারিস অলিম্পিকের মেলা। কিন্তু প্যারিসে গত ২৪ ঘণ্টায় প্রচুর বৃষ্টিপাত হওয়ায় সিন নদীর পানি দূষিত হয়ে গেছে। 

যে কারণে অলিম্পিকের অন্যতম ইভেন্ট ট্রাইথেলনের রোববারের অনুশীলন বাতিল করা হয়েছে। 

ট্রাইথেলন হলো- তিন প্রতিযোগিতার সমন্বয়। যাতে নির্দিষ্ট সীমায় সাইকেলিং, দৌড় ও সাঁতার কাটতে হয়। ইভেন্টটি আগামী মঙ্গলবার শুরু হবে। এই ইভেন্টের সাঁতারের জন্য সিন নদীতে অ্যাথলেটসদের অনুশীলন করার কথা ছিল। কিন্তু বৃষ্টিতে পানির মান নিচে নেমে যাওয়ায় প্রথমদিনের অনুশীলন বাতিল হয়েছে। 

তবে আবহাওয়া পূর্বাভাস আয়োজকদের আশা দিচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির মাত্রা কম থাকলে পানির মান ভালো হবে এবং সোমবার অংশগ্রহণকারীরা অনুশীলন করতে পারবেন বলে মনে করছেন তারা। মঙ্গলবার মূল ইভেন্ট আয়োজনেও সমস্যা হবে না বলে বিশ্বাস তাদের। 

প্যারিসের একজন মুখপাত্র বলেছেন, ‘প্যারিসে যে বৃষ্টি হয়েছে তাতে নদীয় পানির মান কমে গেছে। এটা ৩৬ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আসতে পারে। পানির মানের কারণে অনুশীলন বাতিল করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা আশা করছি, হাতে যে সময় আছে এর মধ্যে পানির মান সীমার মধ্যে আসবে এবং আমরা ইভেন্টটি সূচি অনুযায়ী আয়োজন করতে পারবো।’ 

সিন নদীতে প্রায় এক শতাব্দি সাঁতার কাটা নিষিদ্ধ ছিল। প্যারিস অলিম্পিক ঘিরে ২০১৫ সালের পর থেকে আয়োজকরা এই নদীকে সাঁতার উপযোগী করতে ১ বিলিয়ন ডলার বা প্রায় ১২ হাজার কোটি টাকা খরচ করেছে। নদীর তলদেশে বিশালাকার পানির বেসিন তৈরি করা হয়েছে। তাতেও অবশ্য লাভ হয়নি। ভারি বৃষ্টিতেই দূষিত হয়েছে নদীর পানি।

এআর

Wordbridge School
Link copied!