• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ভারতকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতল শ্রীলঙ্কা 


ক্রীড়া ডেস্ক জুলাই ২৮, ২০২৪, ০৬:৫৭ পিএম
ভারতকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতল শ্রীলঙ্কা 

ঢাকা: শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতল শ্রীলঙ্কা। শক্তিমত্তা আর সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ভারত নারী দলের চেয়ে যোজন যোজন পিছিয়ে শ্রীলঙ্কা নারী দল। 

এই দুই দলের ফাইনাল একপেশে হবে এমনটাই ধারণা ছিল অনেকের। তবে সেটা ভুল প্রমাণ করলেন লঙ্কান মেয়েরা। 

ভারতের দেওয়া বড় লক্ষ্য তাড়ায় ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন চামারি আতাপাত্তু। অধিনায়কের গড়ে দেওয়া ভিতে ঘরের মাঠে এশিয়া কাপ জয়ের স্বাদ পেলো শ্রীলঙ্কা।

ফাইনালে ডাম্বুলায় টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে ভারত। স্মৃতি মান্ধানার ব্যাটে ভর করে এই রান করে ভারত। তার ব্যাট থেকে আসে ৪৭ বলে ৬০ রান। 

জবাবে খেলতে নেমে ১৮ ওভার ৪ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ব্যাট হাতে দারুণ সময় পার করা অধিনায়ক আতাপাত্তু করেন ৪৩ বলে ৬১ রান। এছাড়া সামারাবিক্রামাও অর্ধশতক তুলে নেন। ৫১ বলে ৬৯ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে মাঠ ছাড়েন এই ব্যাটসম্যান।

সপ্তম বার এশিয়া কাপ জয়ের মিশনেই নেমেছিল ভারত। অন্যদিকে এর আগে পাঁচবার রানার্স-আপ হওয়া শ্রীলঙ্কার লক্ষ্য ছিল একটি শিরোপা। অবশেষে সেটি করতে পারল আতাপাত্তুর দল। 

এআর

Wordbridge School
Link copied!