• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দুই কিংবদন্তির শেষ লড়াইয়ে জকোভিচের কাছে পাত্তা পেলেন না নাদাল 


ক্রীড়া ডেস্ক জুলাই ২৯, ২০২৪, ০৯:০৮ পিএম
দুই কিংবদন্তির শেষ লড়াইয়ে জকোভিচের কাছে পাত্তা পেলেন না নাদাল 

ঢাকা: সম্ভবত শেষবারের মতো মুখোমুখি হলেন দুই টেনিস কিংবদন্তী নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদাল। অলিম্পিক টেনিসের মহারণে মুখোমুখি হয়েছিলেন তারা।

সেই মহারণ অবশ্য তেমন জমলো না। পাত্তাই পেলেন না নাদাল। লাল দুর্গের রাজা নাদালকে সরাসরি ৬-১, ৬-৪ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠে গেলেন জকোভিচ।

প্রথম সেট ৬-১ ব্যবধানে জয়ের পর দ্বিতীয় সেটেও জকোভিচ সহজেই নাদালকে উড়িয়ে দেবেন মনে হচ্ছিল। তবে এবার কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন নাদাল। সমতা ফেরান ৪-৪'এ। তবে এরপর আর সুযোগ দেননি জকোভিচ। শেষ পর্যন্ত ৬-৪ সেটে হার মানতে হয়েছে নাদালকে।

রোলা গাঁরোর এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে হেড টু হেড লড়াইয়ে ৩১-২৯ ব্যবধানে এগিয়ে গেলেন সার্বিয়ান টেনিস তারকা জকোভিচ।

সিঙ্গেলস থেকে ছিটকে পড়ে নাদালের এখন একমাত্র ভরসা ডাবল টুর্নামেন্ট। স্বদেশি কার্লোস আলকারেজকে সঙ্গে নিয়ে সোনার লড়াইয়ে নামবেন এই স্প্যানিয়ার্ড।

এআর

Wordbridge School
Link copied!