ঢাকা: সম্ভবত শেষবারের মতো মুখোমুখি হলেন দুই টেনিস কিংবদন্তী নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদাল। অলিম্পিক টেনিসের মহারণে মুখোমুখি হয়েছিলেন তারা।
সেই মহারণ অবশ্য তেমন জমলো না। পাত্তাই পেলেন না নাদাল। লাল দুর্গের রাজা নাদালকে সরাসরি ৬-১, ৬-৪ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠে গেলেন জকোভিচ।
প্রথম সেট ৬-১ ব্যবধানে জয়ের পর দ্বিতীয় সেটেও জকোভিচ সহজেই নাদালকে উড়িয়ে দেবেন মনে হচ্ছিল। তবে এবার কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন নাদাল। সমতা ফেরান ৪-৪'এ। তবে এরপর আর সুযোগ দেননি জকোভিচ। শেষ পর্যন্ত ৬-৪ সেটে হার মানতে হয়েছে নাদালকে।
রোলা গাঁরোর এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে হেড টু হেড লড়াইয়ে ৩১-২৯ ব্যবধানে এগিয়ে গেলেন সার্বিয়ান টেনিস তারকা জকোভিচ।
সিঙ্গেলস থেকে ছিটকে পড়ে নাদালের এখন একমাত্র ভরসা ডাবল টুর্নামেন্ট। স্বদেশি কার্লোস আলকারেজকে সঙ্গে নিয়ে সোনার লড়াইয়ে নামবেন এই স্প্যানিয়ার্ড।
এআর