• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
প্যারিস অলিম্পিক

নিজের সেরা টাইমিং করেও বিদায় বাংলাদেশি সাঁতারু সামিউলের


ক্রীড়া ডেস্ক জুলাই ৩০, ২০২৪, ০৫:৫৬ পিএম
নিজের সেরা টাইমিং করেও বিদায় বাংলাদেশি সাঁতারু সামিউলের

ঢাকা: ১০০ মিটার ফ্রিস্টাইলে দ্বিতীয় হিটে আজ পুলে নেমেছিলেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম। ৫৩.১০ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে আট জনের মধ্যে পঞ্চম হন সামিউল। 

তবে সব মিলিয়ে ১০টি হিট শেষে ৭৯ জনের মধ্যে ৬৯তম হয়ে বিদায় নিয়েছেন বাংলাদেশে এই সাঁতারু। সময়ের হিসেবে শীর্ষ ১৬ জন উঠেছেন সেমিফাইনালে।

৪৭.৫৭ সেকেন্ড সময় নিয়ে হিটে প্রথম হয়েছেন যুক্তরাষ্ট্রের জ্যাক অ্যালেক্সি। ১৬তম হয়ে সেমিফাইনালে ওঠা দক্ষিণ কোরিয়ার সুন-উ হোয়াং সময় নিয়েছেন ৪৮.৪১ সেকেন্ড।

প্যারিস অলিম্পিকে খেলতে যাওয়া ৫ ক্রীড়াবীদের মধ্যে শ্যুটার রবিউল ইসলাম বিদায় নিয়েছেন আগেই। সামিউল অবশ্য নিজের সেরা টাইমিং করতে পেরেছেন অলিম্পিকের মতো বড় আসরে। তার আগের সেরা টাইমিং ছিল ৫৩.১২ সেকেন্ড।

এআর

Wordbridge School
Link copied!