• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

মুশফিক-মুমিনুলকে নিয়ে পাকিস্তান সফরের ‘এ’ দল


ক্রীড়া ডেস্ক জুলাই ৩০, ২০২৪, ০৬:০৭ পিএম
মুশফিক-মুমিনুলকে নিয়ে পাকিস্তান সফরের ‘এ’ দল

ঢাকা: আগামী মাসে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিন ও তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। এই ম্যাচগুলোর জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করা হয়েছে। 

দুটি চার দিনের ম্যাচের জন্য আজ আলাদা দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম চার দিনের ম্যাচের দলে আছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল হাসান, জাকির হাসানদের মতো টেস্ট দলের নিয়মিত সদস্যরা। ম্যাচটি শুরু হবে আগামী ১০ আগস্ট।

আগামী মাসের ২১ তারিখে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের প্রথম টেস্ট। স্বাভাবিকভাবেই ‘এ’ দলের থাকা খেলোয়াড়দের প্রস্তুতির সুযোগ হয়ে আসবে চার দিনের ম্যাচটি। দ্বিতীয় চার দিনের ম্যাচে অবশ্য তাদের কাউকে রাখা হয়নি।

ওয়ানডে সিরিজের জন্য ঘোষণা করা হয়েছে একটি দলই। তাতে রাখা হয়েছে সৌম্য সরকার, এনামুল হক, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, তানজিম হাসান, মোহাম্মদ সাইফউদ্দিনের মতো খেলোয়াড়দের।

প্রথম চার দিনের ম্যাচের দল
মাহমুদুল হাসান, জাকির হাসান, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহিদুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান, রেজাউর রহমান ও রুয়েল মিয়া।

দ্বিতীয় চার দিনের ম্যাচের দল
এনামুল হক, মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, সৌম্য সরকার, শাহাদাত হোসেন, মোসাদ্দেক হোসেন, জাকের আলী, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, হাসান মুরাদ, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান, রেজাউর রহমান ও রুয়েল মিয়া।

৫০ ওভারের সিরিজের দল
সৌম্য সরকার, এনামুল হক, মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, মেহেদী হাসান, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান, রেজাউর রহমান ও রুয়েল মিয়া।

সূচি
প্রথম চার দিনের ম্যাচ, ১০-১৩ আগস্ট, ইসলামাবাদ
দ্বিতীয় চার দিনের ম্যাচ, ১৭-২০ আগস্ট, ইসলামাবাদ
প্রথম এক দিনের ম্যাচ, ২৩ আগস্ট, ইসলামাবাদ
দ্বিতীয় এক দিনের ম্যাচ, ২৫ আগস্ট, ইসলামাবাদ
তৃতীয় এক দিনের ম্যাচ, ২৭ আগস্ট, ইসলামাবাদ

এআর

Wordbridge School
Link copied!