ঢাকা: পদত্যাগ করলেন ইংল্যান্ডের সাদা বলের প্রধান কোচ ম্যাথু মট। কয়েক দিন ধরেই মটের দায়িত্ব ছাড়া নিয়ে গুঞ্জন ছিল।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে সেটি। মট চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিককে।
ইসিবি বলেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্সের পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে টুর্নামেন্টে সেমিফাইনালে পরবর্তীতে চ্যাম্পিয়ন ভারতের কাছে হেরে বিদায় নেয় ২০২২ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালের আগেই বিদায় নেওয়ার পর মটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার জোরালো হয় সেটি।
গত সপ্তাহে ইংল্যান্ডের পুরুষ ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক রব কির সঙ্গে দেখা করেন মট। এর আগে কি জানিয়েছিলেন, আসছে সপ্তাহগুলোতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্স পর্যালোচনা করবেন তিনি।
২০২২ সালের মে মাসে ইংল্যান্ডের সাদা বলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল অস্ট্রেলিয়া নারী দলের সাবেক সফল কোচ মটকে। ইংল্যান্ডের দায়িত্ব নেওয়ার মাস ছয়েকের মধ্যে সাফল্য পান মট, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে ইংল্যান্ড।
দায়িত্ব ছাড়ার পর মট বলেছেন, ‘ইংল্যান্ড পুরুষ দলের কোচিং করাতে পেরে আমি বেশ গর্বিত, এটা সম্মানের ছিল। গত দুবছরে সাফল্য পেতে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। এ সময়ে দল যে চারিত্রিক দৃঢ়তা ও খেলার প্রতি গভীর আবেগ দেখিয়েছে, তাতে আমি গর্বিত। এর মধ্যে ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ জয়ও আছে।’
ইংল্যান্ড সমর্থকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি মট বলেন, ‘আমি খেলোয়াড়, ম্যানেজমেন্ট এবং ইসিবির সবাইকে তাদের সংকল্প, সমর্থন ও কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাতে চাই। দারুণ বন্ধুত্ব ও অসাধারণ সব স্মৃতি নিয়ে যাচ্ছি আমি।’
এআর