• ঢাকা
  • শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

ফ্রান্সের খেলোয়াড়দের উদ্‌যাপন নিয়ে ক্ষোভ ওটামেন্দি-মাশ্চেরানোর


ক্রীড়া ডেস্ক আগস্ট ৩, ২০২৪, ১২:২৬ পিএম
ফ্রান্সের খেলোয়াড়দের উদ্‌যাপন নিয়ে ক্ষোভ ওটামেন্দি-মাশ্চেরানোর

ঢাকা: অলিম্পিকে ছেলেদের ফুটবলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। বোর্দোয় গতকাল রাতে ম্যাচ শেষে দুই পক্ষের মধ্যে সংঘর্ষও বাধে। যেখানে দুই পক্ষের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদেরও হাতাহাতিতে জড়াতে দেখা যায়। 

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, উদ্‌যাপনের সময় ফরাসি মিডফিল্ডার এনজো মিলোট আর্জেন্টিনার বেঞ্চকে লক্ষ্য করে চিৎকার ও অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন।

এ ঘটনা থেকেই মূলত বিরোধের সূত্রপাত। ম্যাচ শেষে বিষয়টি নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনা অলিম্পিক ফুটবল দলের অধিনায়ক নিকোলাস ওটামেন্দিও।

বলেছেন, পরিবারের সদস্যদের সামনে এসে ফ্রান্সের খেলোয়াড়েরা উদ্‌যাপন করেছেন, যা তাকে ক্ষুব্ধ করেছে।

এদিকে ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে আবেগআপ্লুত হয়ে পড়েন কোচ মাশ্চেরানো। ফুটবলের এমন আচরণ যেতে মেনে নিতে পারছেন না তিনি। যেখানে চেষ্টার কোনো কমতি ছিল না, ফুটবলাররা নিজেদের উজাড় করে দিয়েছেন; তবুও জয় পায়নি আর্জেন্টিনা।

সংবাদ সম্মেলনে মাসচেরানো বলেন, ‘আমরা প্রতিপক্ষের চেয়ে বেশি সুযোগ তৈরি করেছি। কিন্তু ফুটবল প্রতিভা বোঝে না। এটাই বাস্তবতা এবং আজ (গতকাল) ছিল আমাদের ঘরে ফেরার পালা।’

এআর

Wordbridge School
Link copied!