ঢাকা: মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে ৩ নম্বর হিটে যৌথভাবে ষষ্ঠ হয়ে বিদায় নিয়েছেন বাংলাদেশের সাঁতারু সোনিয়া খাতুন। ৩০.৫২ সেকেন্ড সময় নেন তিনি।
এই ইভেন্টে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন এখন অলিম্পিক চ্যাম্পিয়নও! রোইংয়ে মেয়েদের এইটে সোনা জিতেছে রোমানিয়া। রুপা জিতেছে কানাডা এবং ব্রোঞ্জ গ্রেট ব্রিটেনের।
ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টের ৬ নম্বর হিটে ৮ নম্বর লেনে দৌড়েছেন ইমরানুর রহমান। শুরুটা বেশ ভালো ছিল।
প্রথম ৫০ মিটার পর্যন্ত লড়াইয়ে ছিলেন। কিন্তু শেষটা ভালো করতে না পারায় ষষ্ঠস্থান নিয়ে বাদ পড়তে হলো। নিজের সেরা টাইমিং ১০.১১ সেকেন্ডের চেয়ে আজ বেশ বাজে পারফরম্যান্স করেছেন বাংলাদেশের এই দ্রুততম মানব।
এআর