• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

আবারও আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে পোস্ট এনজো ফার্নান্দেজের


ক্রীড়া ডেস্ক আগস্ট ৩, ২০২৪, ০৮:৩৬ পিএম
আবারও আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে পোস্ট এনজো ফার্নান্দেজের

ঢাকা: বাংলাদেশে চলমান অস্থিরতায় আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে আগেও সহমর্মিতা প্রকাশ করেছিলেন আর্জেন্টিনার ফুটবলার এনজো ফার্নান্দেজ। 

গত ১৯ জুলাই বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার আক্রান্ত শিক্ষার্থীদের জন্য প্রার্থনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। আজ আবারও তার বাংলাদেশি ভক্তদের পাশে দাঁড়িয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন এনজো।

ফেসবুকে বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার লিখেছেন, ‘বাংলাদেশের আমার সব ভক্তকে বলছি, আমি তোমাদের কথা শুনছি, তোমাদের জন্য প্রার্থনা করছি।’ পোস্টের সঙ্গে বাংলাদেশের পতাকার সামনে লাল কাপড়ে চোখ বাঁধা এক শিক্ষার্থীর ছবি জুড়ে দেন চেলসিতে খেলা এই ২৩ বছর বয়সী ফুটবলার।

এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে করা পোস্টে এনজো লেখেন, ‘বাংলাদেশে থাকা যেসব মানুষ ভোগান্তির মধ্যে আছেন, তাদের জন্য আমার প্রার্থনা ও সহমর্মিতা রইল।’

বাংলাদেশে কোটাপ্রথা নিয়ে টানা আন্দোলন শুরু হয় ৫ জুলাই। শুরুতে এই আন্দোলন অহিংস হলেও তা সংঘাতপূর্ণ হয়ে ওঠে ১৫ জুলাই থেকে। এখন পর্যন্ত এ ঘটনায় ২১৬ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এখন দেশের নানা স্থানে সংঘর্ষ চলছে।

এআর

Wordbridge School
Link copied!