ঢাকা: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও প্রাণহানীর পর শিক্ষার্থীদের আন্দোলন নতুন মোড় নিয়েছে।
এবার এক দফা অর্থাৎ সরকারের পদত্যাগের দাবিতে মাঠে নেমেছে ছাত্ররা। এর আগে চলমান আন্দোলনে নির্মম হত্যাকাণ্ডের বিচারসহ ৯ দফা দাবি পেশ করা হয়েছিল আন্দোলনকারীদের পক্ষ থেকে।
ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে শুরু থেকেই সমর্থন জানিয়েছিলেন দেশের সকল শ্রেণি-পেশার মানুষ। বাদ যায়নি ক্রীড়াঙ্গনও।
শরিফুল, নুরুল হাসান সোহানসহ অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেওয়া বার্তায় শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছে। এবার মুখ খুললেন জাতীয় দলের উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাসও।
গতকাল (শনিবার) বিচারহীনতার সংস্কৃতি নিয়ে নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘বিচারহীনতা থাকলে কোনো জাতিই সাফল্য পায় না, সে তারা যতই সামনে এগিয়ে যাক না কেন।’
একই দিনে জাতীয় ক্রিকেট দলের সিনিয়র তারকা মাহমুদউল্লাহ রিয়াদও বার্তা দিয়েছেন। সংক্ষিপ্ত এক স্ট্যাটাসে মাহমুদউল্লাহ অবশ্য সরাসরি কোনো পক্ষের কথা উল্লেখ করেননি।
লিখেছেন, ‘আমরা সবসময় ন্যায়ের পথেই আছি, থাকব ইন্ শা আল্লাহ। আমরা সবাই চাই ন্যায়বিচার হোক। দিনশেষে দেশটা আমাদের সবারই। আল্লাহ অবশ্যই ন্যায়বিচারক।’
উল্লেখ্য, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে শুরু হওয়া আন্দোলন চলছে প্রায় মাসখানেক সময় ধরে। নয় দফা নিয়ে শুরু হওয়া সেই আন্দোলন বর্তমানে এক দফায় পরিণত হয়েছে। যেখানে আন্দোলনকারীরা বর্তমান সরকারের পদত্যাগ দাবি করেছেন। তাদের আন্দোলন শুরুর পর থেকে এখন পর্যন্ত নারী-শিশু, শিক্ষার্থীসহ অসংখ্য মানুষ নিহতের তথ্য জানা গেছে।
এআর