ঢাকা: প্রায় ২৭ বছর পর ভারতকে ওয়ানডে সিরিজ হারিয়েছে শ্রীলঙ্কা। জিতেছে ১১০ রানের বিশাল ব্যবধানে। নতুন কোচ গৌতম গম্ভীর প্রথম অ্যাসাইনমেন্টেই ব্যর্থ।
এরই মধ্যে বড়সড় খোঁচা দিলেন শ্রীলঙ্কার এক ক্রিকেটার। বললেন, ভারত নিজেদের দেশে ছোট মাঠে খেলে অভ্যস্ত বলেই বিপদে পড়েছে।
সিরিজ জয়ের পর শ্রীলঙ্কার স্পিনার মাহিশ ঠিকসানা বলেন, ‘ভারতে ওরা ছোট মাঠে খেলে অভ্যস্ত, আর ভালো উইকেটও পাওয়া যায় ওখানে।
কিন্তু প্রেমাদাসা স্টেডিয়ামে আমরা জানতাম, উইকেটে যদি একটু টার্ন থাকে তাহলেই আমরা ম্যাচে রং বদলে দিতে পারব। কারণ আমাদের দলে বেশ ভালো স্পিনার রয়েছে।’
‘শুধু আন্তর্জাতিক ক্রিকেটে নয়, ঘরোয়া ক্রিকেটেও আমাদের খেলোয়াড়রা এই ধরনের উইকেটে খেলে অভ্যস্ত, ফলে কোনো অসুবিধা হয় না।
এই জয় আমাদের দলের আত্মবিশ্বাস অনেকটা বাড়াবে, এই ম্যাচে খেলতে পেরে খুব ভালো লাগছে। আর ২৭ বছর পর অবশেষে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে গর্বিত বোধ করছি’-যোগ করেন ঠিকসানা।
এআর