• ঢাকা
  • বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১

অলিম্পিকে প্রথম সোনা জয় পাকিস্তানের 


ক্রীড়া ডেস্ক আগস্ট ৯, ২০২৪, ১২:৪৪ পিএম
অলিম্পিকে প্রথম সোনা জয় পাকিস্তানের 

ঢাকা: পাকিস্তানের প্রথম অ্যাথলেট হিসেবে অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন আরশাদ নাদিম। টোকিও অলিম্পিকে সোনাজয়ী ভারতের নীরজ চোপরাকে পেছেন ফেলে জ্যাভেলিন থ্রোর সোনা জিতলেন আরশাদ। 

৯২.৯৭ মিটার পেরিয়ে নতুন অলিম্পিক রেকর্ডও গড়েছেন আরশাদ, ভেঙেছেন ২০০৮ সালে বেইজিংয়ে নরওয়ের আন্দ্রেয়াস থরকিল্ডসেনের (৯০.৫৭ মিটার) রেকর্ড। চোপরা ছুঁড়েছেন ৮৯.৪৫ মিটার। ব্রোঞ্জ জিতেছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স (৮৮.৫৪)।

টোকিওতে পঞ্চম হওয়া নাদিম ২০২২ সালে কমনওয়েলথ গেমসে জেতেন সোনা। সেই ইভেন্টে ছিলেন না চোপরা। গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে চোপরার পেছনে থেকে রুপা জেতা নাদিম এবার হয়ে গেলেন অলিম্পিক চ্যাম্পিয়নই।

এআর

Wordbridge School
Link copied!