• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আসিফ মাহমুদের কাছে যে আবদার করলেন সাইফউদ্দিন


ক্রীড়া ডেস্ক আগস্ট ১০, ২০২৪, ০৭:৫৭ পিএম
আসিফ মাহমুদের কাছে যে আবদার করলেন সাইফউদ্দিন

ঢাকা: বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই রদবদলের হাওয়া লেগেছে। ক্রীড়াঙ্গনেও সেই ছোঁয়া লেগেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। যে মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নাজমুল হাসান পাপন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হওয়ার পর আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের দলের পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। সেই সঙ্গে নতুন উপদেষ্টার কাছে অনুরোধও জানিয়েছেন এই ক্রিকেটার।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে সাইফউদ্দিন অনুরোধ জানান। এই অলরাউন্ডার আসিফ মাহমুদের ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘অভিনন্দন আসিফ মাহমুদ ভাই। আপনি যেহেতু কুমিল্লার সন্তান আমি পার্শ্ববর্তী জেলার ফেনীর ছেলে হিসেবে আপনার প্রতি অনুরোধ থাকবে সারা বাংলাদেশের সমস্ত জেলা ক্রীড়া সংস্থার অযোগ্য লোকদের বিদায় করে, যারা সত্যিকারের ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক, দেশকে ভালোবেসে এবং দেশের ক্রীড়াঙ্গন নিয়ে কাজ করতে চায় এমন লোকদের জায়গা করে দিন।’

সেই সঙ্গে দুর্নীতমুক্ত ক্রীড়াঙ্গনের প্রত্যাশাও করে সাইফউদ্দিন লিখেন, ‘দুর্নীতমুক্ত ক্রীড়াঙ্গন এবং সমাজ চাই আমরা | ডক্টর ইউনুস স্যার একটা কথা বলেছিলেন গত পরশুদিন সম্ভবত, পুরনোদের দিয়ে আর কিছু হবে না কারণ তাদের চিন্তা ভাবনা পুরনো।’  

এআর

Wordbridge School
Link copied!