• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

ইউনাইটেডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতল ম্যানসিটি


ক্রীড়া ডেস্ক আগস্ট ১১, ২০২৪, ১২:২৮ পিএম
ইউনাইটেডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতল ম্যানসিটি

ঢাকা : ম্যানচেস্টার সিটি-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ মানেই রোমাঞ্চ, উত্তেজনায় ঠাসা। তবে, এবারের কমিউনিটি শিল্ডের ফাইনালে তেমনটা দেখা যায়নি। ম্যাড়ম্যাড়ে ম্যাচে প্রায় পুরোটা সময় গোলশূন্য থাকার পর শেষদিকে জমে ওঠে খেলা। যেখানে টাইব্রেকারে শেষ হাসি পেপ গার্দিওলার ম্যানসিটির। এই জয়ে পাঁচ বছর পর কমিউনিটি শিল্ডের শিরোপা জিতল দলটি।

শনিবার (১০ আগস্ট) দিনগত রাতে দুই দলের মূল ম্যাচ শেষ হয় ১-১ সমতায়। ৮২তম মিনিটে আলেহান্দ্রো গারনাচো ইউনাইটেডকে এগিয়ে নেন। শেষ সময়ে দলটিকে স্তব্ধ করে দেন বার্নার্দো সিলভা। ৮৯তম মিনিটে গোল করে ম্যাচ নিয়ে যান  টাইব্রেকারে। যেখানে ম্যানচেস্টার ইউনাইটেডকে টাইব্রেকারে ৭-৬ গোলে হারিয়েছে পেপ গার্দিওয়ালার দল। এ নিয়ে সপ্তমবারের মতো কমিউনিটি শিল্ড জিতল সিটি।

পুরো ম্যাচজুড়ে দুদলই বেশকটি আক্রমণ করলেও পায়নি গোলের দেখা। শেষমেশ ম্যাচের ৮২তম মিনিটে আলেহান্দ্রো গারনাচোর কল্যাণে এগিয়ে যায় রেড ডেভিলসরা। তবে, কে জানত তাদের সেই আনন্দ ক্ষণস্থায়ী। ম্যাচের ৮৯তম মিনিটে বার্নার্দো সিলভার গোলে সমতায় ফেরে সিটিজেনরা।

কিন্তু নির্ধারিত সময়ের পর টাইব্রেকারে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সিটিজেনরা। রোমাঞ্চকর টাইব্রেকারে নগর প্রতিদ্বন্দ্বী ইউনাইটেডকে ৭-৬ ব্যবধানে হারিয়ে মৌসুমের প্রথম ট্রফি এফএ কমিউনিটি শিল্ড ঘরে তুলল পেপ গার্দিওলার দল। এই জয়ে ২০১৯ সালের পর প্রথমবারের মতো কমিউনিটি শিল্ড জিতল সিটি। ২০২১ সালে লেস্টার সিটির কাছে হারের পর ২০২২ সালে লিভারপুল এবং গত মৌসুমে আর্সেনালের কাছে তারা।

এমটিআই

Wordbridge School
Link copied!