ঢাকা: ছাত্র আন্দোলনের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে টালমাটাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনসহ অনেকেই পরিচালকরাই আত্মগোপনে।
এমন পরিস্থিতির মধ্যে দিয়েই পাকিস্তান সফরে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার (১৩ আগষ্ট) সকালে লাহোরে পৌঁছেছেন তারা। সেখানে পৌঁছে ফুলেল শুভেচ্ছায় সিক্ত নাজমুল হোসেন শান্তর দল।
নির্ধারিত সময়ের পাঁচদিন আগেই পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজের প্রস্তুতি সারবেন ক্রিকেটাররা। কোচ-কোচিং স্টাফের সদস্য মিলে মোট ১৮ জনের বহর গেছে ইসলামাবাদে। সেখান থেকে মঙ্গলবার সকালে লাহোরে পৌঁছান নাজমুল হোসেন শান্তরা।
এদিকে ‘এ’ দলের হয়ে খেলতে আগে থেকেই বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার পাকিস্তানে অবস্থান করছেন। খেলা শেষ হলে তারা জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।
এআর