• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

হাজার কোটিতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ীকে দলে টানল অ্যাথলেটিকো


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৩, ২০২৪, ০৯:৪৪ পিএম
হাজার কোটিতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ীকে দলে টানল অ্যাথলেটিকো

ঢাকা: ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ছেড়ে স্প্যানিশ জায়ান্ট অ্যাথলেটিকো মাদ্রিদে পাড়ি জমিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ।

৬ মৌসুমের জন্য আলভারেজকে দলে ভেড়াতে অ্যাথলেটিকো খরচ করেছে ৮ কোটি ৫০ লাখ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৯২ কোটি টাকা।

আলভারেজকে দলে টানার ঘোষণা দিয়ে এক বিবৃতিতে অ্যাথলেটিকো জানিয়েছে, ‘আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের ব্যাপারে ম্যানচেস্টার সিটির সঙ্গে সমঝোতা হয়েছে। আগামী ছয় মৌসুমের জন্য আলভারেজ আমাদের দলের সাথে চুক্তিতে স্বাক্ষর করেছেন।’

উল্লেখ্য, ২০২২ সালের জানুয়ারিতে রিভার প্লেট থেকে ১ কোটি ৪০ লাখ পাউন্ডের বিনিময়ে আলভারেজকে দলে টানে ম্যানচেস্টার সিটি। ক্লাবটির হয়ে একের পর এক ট্রফি জিতে নিজের পদকের ঝুলিকে সমৃদ্ধ করেছেন এই আর্জেন্টাইন।

দুই বছরে দুটি প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করেছেন। ২০২২ সালের ডিসেম্বরে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে অবদান রেখেছেন আলভারেজ। এছাড়া ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকাজয়ী দলের সদস্যও ছিলেন তিনি।

এআর

Wordbridge School
Link copied!