• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

পাপনের পর বিসিবি সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে যিনি


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৮, ২০২৪, ০২:৫৮ পিএম
পাপনের পর বিসিবি সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে যিনি

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হাসান পাপন। তার জায়গায় বিসিবির সভাপতি কে হচ্ছেন? এ নিয়ে চলছে জল্পনা। 

অবশ্য সভাপতি হওয়ার দৌড়ে এই মুহূর্তে এগিয়ে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। যিনি জাতীয় দলের সাবেক অধিনায়ক ক্যাটাগরিতে বিসিবির কাউন্সিলর। 

কাজেই পাপন সভাপতি পদ ছাড়লে ফারুক আহমেদকে ক্রীড়া পরিষদ থেকে সরাসরি বোর্ড পরিচালক করে প্রথমে সহ-সভাপতি নিয়োগ এবং পরে ভোটের মাধ্যমে সভাপতি করার সুযোগ থাকবে।

কিন্তু পরিচালক পর্ষদের সবাই পদত্যাগ করলে নিয়ম-নীতির তোয়াক্কা করতে হবে না। তখন অন্তর্বর্তীকালীন কমিটি করা হবে। আর এই বোর্ডের একাংশ পদত্যাগ না করে থেকে গেলে গঠনতন্ত্র মেনে ফারুক আহমেদের সভাপতি হওয়ার সম্ভাবনাই বেশি।

এআর
 

Wordbridge School
Link copied!