• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অস্ট্রেলিয়ায় ফাইনাল ম্যাচে হারল বাংলাদেশ ‘এইচপি’ 


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৮, ২০২৪, ০৬:৪৩ পিএম
অস্ট্রেলিয়ায় ফাইনাল ম্যাচে হারল বাংলাদেশ ‘এইচপি’ 

ঢাকা: অস্ট্রেলিয়ায় দারুণ ক্রিকেট খেলেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) ক্রিকেট দল। নয় দলের টুর্নামেন্টে ফাইনালে উঠে যায় তানজিম তামিম, আফিফ হোসেন, আকবর আলীদের নিয়ে গড়া দলটি। কিন্তু শিরোপা জিতে শেষটা রঙিন করতে পারলেন না তারা। 

রোববার ডারউইনে অনুষ্ঠিত ফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ৩২ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ এইচপি দল। অস্ট্রেলিয়ার দলটির দেওয়া লক্ষ্যে নেমে এক বল থাকতে অলআউট হন তানজিম-রাব্বিরা।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে অ্যাডিলেড স্ট্রাইকার্স নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলতে পারে। দলটির হয়ে টম ও’কনেল ৫৩ রানের ইনিংস খেলেন। এছাড়া রায়ান কিং ৩৫ ও লিয়াম স্কট ৩০ রানের ইনিংস খেলেন। বাংলাদেশের হয়ে রিপন মন্ডল ২ উইকেট নেন।

জবাব দিতে নেমে বাংলাদেশ এইচপি ১৩৭ রানে অলআউট হয়। দলের হয়ে ওপেনার তানজিদ তামিম ২৯ বলে ৩৫ রানের ইনিংস খেলেন। অন্য ওপেনার জিসান আলম যোগ করেন ১৮ রান। এইচপি দল ওপেনিং জুটিতে ৩২ রান যোগ করে। পরে উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। আফিফ ১৮ ও মাহফুজুর রহমান রাব্বি ২১ রানের ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি।    

এআর

Wordbridge School
Link copied!