• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

পদত্যাগ করলেন জালাল ইউনুস


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৯, ২০২৪, ০২:৪৮ পিএম
পদত্যাগ করলেন জালাল ইউনুস

ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের সর্বক্ষেত্রে লেগেছে বদলের হাওয়া। সেই হাওয়া এবার লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস।

এনএসসিতেই পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন জালাল ইউনুস। ২০২১ সালে নিয়োগ পান ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান হিসেবে।

শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আওয়ামী রাজনীতি করা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অবস্থানও অজানা। আকরাম খান ক্রিকেট অপারেশন্সের প্রধানের পদ ছাড়ার পর জালাল ইউনুসকে পাপনই নিয়োগ দিয়েছিলেন।

জানা গেছে, বিসিবির আরেক পরিচালক সাজ্জাদুল আলম ববিকে পদত্যাগ করতে বলেছিল জাতীয় ক্রীড়া পরিষদ। কিন্তু তিনি পদত্যাগে অনীহা প্রকাশ করেছেন।

এআর

Wordbridge School
Link copied!