ঢাকা: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইস্ট-এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্বের ‘এ’ গ্রুপের ম্যাচে ভানাউতুর বিপক্ষে এক ওভারে ৩৯ রান নিয়ে নতুন ইতিহাস গড়লেন ডারিস ভিসের। তিন সংস্করণ মিলিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড এটি।
নালিন নিপিকোর ওভারে এর আগে আরও ৫টি ছক্কা মারেন ভিসের। তিনটি নো বলসহ ওভার থেকে আসে ৩৯ রান। আন্তর্জাতিক ক্রিকেটে যা আগে হয়নি কখনও।
আপিয়ার ফালিয়াটা ওভালে মঙ্গলবার নতুন ইতিহাস গড়ার পথে নিপিকোর ওভারে ৬টি ছক্কা মারেন ক্যারিয়ারের মাত্র তৃতীয় ম্যাচ খেলতে নামা ভিসের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ৬টি ছক্কা মারা চতুর্থ ব্যাটসম্যান ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যান।
সামোয়ার ইনিংসের ১৫তম ওভারে প্রথম তিনটি বল ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মারেন ভিসের। পরের ডেলিভারি ‘নো বল’ করেন নিপিকো। ফ্রি-হিট বল স্কয়ার লেগ দিয়ে ছক্কায় ওড়ান ভিসের।
পরের দুই বলে আসেনি কোনো ছক্কা। এর একটি আবার ‘নো’ বল করেন নিপিকো। ফ্রি হিট বলটি কোমর উচ্চতার ‘নো’ বল করলে ডিপ ফাইন লেগ দিয়ে ছক্কা মারেন ভিসের। আর শেষ বল আবার ছক্কায় উড়িয়ে ইতিহাসের পাতায় নাম তোলেন সামোয়ার কিপার-ব্যাটসম্যান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এত দিন এক ওভারে সর্বোচ্চ ছিল ৩৬ রান।
২০০৭ সালে প্রথম স্টুয়ার্ট ব্রডের ওভারে ৬টি ছক্কা মারেন যুবরাজ সিং। ২০২১ সালে আকিলা দানাঞ্জায়ার বল ছয় ছক্কায় ওড়ান কাইরন পোলার্ড। চলতি বছরের এপ্রিলে কাতারের কামরান খানের ওভারে ৬টি ছক্কা মারেন নেপালের দিপেন্দ্রা সিং আইরি। ওই ম্যাচে ৯ বলে ফিফটি করে যুবরাজের ১২ বলে ফিফটির রেকর্ডও ভাঙেন আইরি।
এছাড়া চলতি বছরের জানুয়ারিতে আফগানিস্তানের করিম জানাতের ওভারে রোহিত শার্মা ও রিঙ্কু সিং মিলে নেন ৩৬ রান। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আরেক আফগান পেসার আজমতউল্লাহ ওমারজাইয়ের ওভারে ৩ চার ও ২ ছক্কাসহ ৩৬ রান নেন নিকোলাস পুরান।
নতুন ইতিহাস গড়ে শেষ পর্যন্ত ৫ চার ও ১৪ ছক্কায় ৬২ বলে ১৩২ রান করে আউট হন ভিসের। সামোয়ার হয়ে টি-টোয়েন্টি সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান তিনি। ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান করেন অধিনায়ক কালেব জাসমাত।
এআর
আপনার মতামত লিখুন :