• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

হকিতে সংস্কারের দাবি খেলোয়াড়-সংগঠকদের


ক্রীড়া ডেস্ক আগস্ট ২০, ২০২৪, ১০:১০ পিএম
হকিতে সংস্কারের দাবি খেলোয়াড়-সংগঠকদের

ঢাকা: ‘সন্ত্রাসী-আওয়ামী দালাল হটাও, হকি বাঁচাও’-এই স্লোগান নিয়ে মঙ্গলবার মওলানা ভাসানী স্টেডিয়াম প্রাঙ্গনে ৭ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন হকির এক সময়কার মাঠ কাঁপানো তারকা খেলোয়াড় ও সংগঠকরা।

আলোচিত ক্যাসিনোকাণ্ডের নায়ক বর্তমান অবৈধ কমিটির সাধারণ সম্পাদক মুমিনুল হক সাঈদসহ পুরো কমিটির পদত্যাগ দাবি করে অতি দ্রুত যোগ্যদের নিয়ে অ্যাডহক কমিটির দাবি জানিয়েছেন তারা। জাতীয় ক্রীড়া পরিষদেও স্মারকলিপি জমা দিয়েছেন।

আগামী তিনদিনের মধ্যে বর্তমান কমিটি ভেঙে বিভিন্ন সময়ে যারা বঞ্চিত ছিলেন তাদেরসহ, যোগ্য ব্যক্তিদের নিয়ে অ্যাডহক কমিটি গঠনের অনুরোধ জানিয়েছেন মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া সাবেক তারকারা।

গত বছর একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করা সাধারণ সম্পাদক সাঈদ এখন পলাতক। সহসভাপতি রশিদ শিকদার এবং যুগ্ম সম্পাদক মাহবুবুল এহছান রানারও ফেডারেশনে আসছেন না। এমতাবস্থায় দেশের হকি কিছুতেই চলতে পারে না।

সাবেক সাধারণ সম্পাদক সাজেদ এ এ আদেল, রফিকুল ইসলাম কামাল, কামরুল ইসলাম কিসমত, মামুন-উর-রশিদ, শহিদুল্লাহ দোলন, মনোয়ার হোসেন, খাজা ইরতেজা কাদের গুড্ডু, জহিরুল ইসলাম মিতুল, তারেক এ আদেলসহ আরো অনেক হকি খেলোয়াড় মানববন্ধনে উপস্থিত ছিলেন।

সাজেদ এএ আদেল বলেন, ‘এখানে যারা এসেছেন সবাই হকি খেলোয়াড়। আমাদের প্রাণপ্রিয় খেলা হকি এতদিন ভালোভাবে চলেনি। আমরা ভালোভাবে চালাতে চাই। বর্তমান কমিটির পদত্যাগের পাশাপাশি অ্যাডহক কমিটি চাই।’

এআর

Wordbridge School
Link copied!