ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) শুরু হয়েছে নতুন এক অধ্যায়। বিসিবির নতুন সভাপতি হয়েছেন সাবেক ক্রিকেটার ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ।
বিসিবির বোর্ড মিটিংয়ে বুধবার (২১ আগস্ট) প্রথমে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন সদ্য সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর নতুন সভাপতি হিসেবে বেছে নেওয়া হয় ফারুককে।
সভাপতি হওয়ার পর নিজের প্রথম লক্ষ্যের কথা জানালেন ফারুক। তার কাছে সবার আগে প্রাধান্য পেয়েছে দেশের সম্মান বাড়ানো। বিশ্বদুয়ারে দেশের নাম উজ্জ্বল করা। বিসিবি মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এমনটিই জানান তিনি।
বিসিবির নতুন সভাপতি বলেন, ‘লক্ষ্য তো অনেক বড়। প্রধান ও প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি করা, মুখ উজ্জ্বল করা। পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটকে একটা জায়গায় দেখতে চাই। এটা অনেক বড় একটা ব্যাপার। অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে।
অনেকদিন ধরে কাজ হয়েছে, হয়নি, এটা নিয়ে প্রশ্ন আছে। এখন প্রধান কাজ হচ্ছে, ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা যেন অন্যদিকে মনোযোগ না নিই। তাহলে খেলা হিসেবে ক্রিকেট এবং দেশ হিসেবে বাংলাদেশ এগিয়ে যাবে।’
বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ এর আগেও ছিলেন ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ দায়িত্বে। অভিজ্ঞ এই ক্রিকেট সংগঠক দুই মেয়াদে পালন করেছিলেন বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব। প্রথম মেয়াদে ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রধান নির্বাচকের ভূমিকায় ছিলেন তিনি। ছয় বছর বিরতি দিয়ে দ্বিতীয়বার ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত পালন করেন একই দায়িত্ব। দ্বিতীয় মেয়াদে অবশ্য দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি।
এআর
আপনার মতামত লিখুন :