ঢাকা: পাকিস্তানে দারুণ এক ইনিংসই খেলছেন মুশফিকুর রহিম। দ্বিতীয় সেশনে (১৪২তম ওভার) ব্যক্তিগত ইনিংসে দেড় শ রান পেরিয়ে গেলেন।
টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে পঞ্চমবার দেড় শ রান (২৮৬ বলে ১৫০*) টপকে গেলেন মুশফিক। এর মধ্যে ডাবল সেঞ্চুরি আছে তিনটি। ২০২২ সালে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন অপরাজিত ১৭৫ রানের ইনিংস।
বাংলাদেশের রান ৬ উইকেটে ৪৮১। এরই মধ্যে নিজেদের প্রথম ইনিংসে ৩৩ রানের লিড নিয়েছে বাংলাদেশ।
১৬০ রানে অপরাজিত মুশফিক। ৫০ রানে অপরাজিত মিরাজ। অবিচ্ছিন্ন জুটি ১৫০ রান ছাড়িয়েছে। দ্বিতীয় সেশনে (১৩৭তম ওভার) লিড নিল বাংলাদেশ। ১৩৭ ওভার শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৪৫০ রান। পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। অর্থাৎ, নিজেদের প্রথম ইনিংসে ২ রানের লিড নিয়েছে বাংলাদেশ।
এআর