• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ডাবল সেঞ্চুরির আগেই থামলেন মুশফিক 


ক্রীড়া ডেস্ক আগস্ট ২৪, ২০২৪, ০৫:২০ পিএম
ডাবল সেঞ্চুরির আগেই থামলেন মুশফিক 

ঢাকা: চতুর্থ ডাবল সেঞ্চুরির খুব কাছে গিয়েও পারলেন না মুশফিকুর রহিম। ১৯১ রান করে মোহাম্মদ আলীর বলে ক্যাচ দিয়েছেন উইকেটকিপারের কাছে।

বাংলাদেশকে রানপাহাড়ে তুলে ব্যক্তিগত এক মাইলফলকের দিকেই ছুটছিলেন মুশফিকুর রহিম। তবে ঠিকই দলীয় লিড শতরানের দিকে এগিয়ে দিয়েছেন তিনি, ক্রিজে ফিফটি নিয়ে অপরাজিত আছেন মেহেদী হাসান মিরাজ।

রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনের চা বিরতির আগে সফরকারীদের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৪৯৫ রান। বিরতিতে থেকে ফিরে সাবলীলভাবে খেলেই দলীয় রান পাঁচশ পার করেন মুশফিক-মিরাজ। যদিও ওই মুহূর্তে সবার নজর ছিল মুশফিকের ডাবল সেঞ্চুরির দিকে।

১৯১ রানে থাকাবস্থায় অফস্টাম্পের বাইরে মোহাম্মদ আলীর কিছুটা লাফিয়ে ওঠা বলে খোঁচা দিয়ে বসলেন তিনি। নিজের হতাশা তো লুকাননি, সঙ্গে ড্রেসিংরুমে থাকা নাজমুল হোসেন শান্তও আক্ষেপে মাথা নিচু করে ফেলেন।

মুশফিকের বিদায়ে ৫২৮ রানে সপ্তম উইকেট হারাল বাংলাদেশ। ইতোমধ্যে সফরকারীদের লিড দাঁড়াল ৮৩ রানে। এর আগে ৩৪১ বলের ইনিংসে মুশফিক ২২ চার ও একটি ছয় মেরেছেন। দারুণ বোঝাপড়া নিয়ে দলকে রানপাহাড়ে তুলেছেন মুশফিক-মিরাজ। দুজনে জুটি গড়েছেন ১৯৬ রানের। অপরাজিত মিরাজ এখন পর্যন্ত ১০৫ বলে ৬৪ রান করেছেন।

এআর
 

Wordbridge School
Link copied!