ঢাকা: অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ক্রান্তিকালে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় জনগণের জন্য কিছুটা হলেও স্বস্তির।
রোববার (২৫ আগস্ট) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা বলেন। তিনি লিখেছেন, 'পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানাই।'
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং শেখ হাসিনা সরকারের পতনকে কেন্দ্র করে গত জুলাই মাস থেকে থেকে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এছাড়া চলমান বন্যার কারণে জনমনে খানিকটা অশান্তি কাজ করছে। বাংলাদেশের এই ঐতিহাসিক জয় মানুষের মধ্যে স্বস্তি এনে দিবে বলে বিশ্বাস ক্রীড়া উপদেষ্টার।
বন্যা পরিস্থিতি মোকাবিলায় দেশবাসীকে আহ্বান জানিয়ে তিনি বলেন, 'বন্যা পরিস্থিতি মোকাবিলায় জনগণের ঐক্যবদ্ধ প্রয়াস জারি রাখার আহ্বান জানাচ্ছি।'
রাওয়ালপিন্ডি টেস্ট বাংলাদেশের টেস্ট ইতিহাসে স্মরণীয় এক টেস্ট হয়ে থাকবে। প্রতিপক্ষের মাটিতে বাংলাদেশের এমন দাপুটে জয় ইতিহাসে আর কখনো দেখা যায়নি। তাও এমন দলকে হারিয়েছে, যাদের সঙ্গে গত ২১ বছরে একটি টেস্টও জেতেনি টাইগাররা।
এআর