• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহকে সমর্থন করেনি পাকিস্তান


ক্রীড়া ডেস্ক আগস্ট ২৯, ২০২৪, ০৪:০০ পিএম
আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহকে সমর্থন করেনি পাকিস্তান

ঢাকা: মাত্র ৩৫ বছর বয়সেই আইসিসির চেয়ারম্যান হয়েছেন ভারতের জয় শাহ। সংস্থাটির ইতিহাসের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হলেন তিনি।

নির্বাচিত হওয়ার আগেই জানা গেছে আইসিসির পরবর্তী চেয়ারম্যান হবেন জয় শাহ। কারণ, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আগে থেকেই বিসিসিআাইয়ের সেক্রেটারিকে সমর্থন করেছিল। পরে অন্যান্য দেশগুলোও অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের কথার বাইরে যায়নি।

অবশেষে গত মঙ্গলবার চূড়ান্তভাবে আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হন জয় শাহ। আইসিসির সদস্য বর্তমানে ১৬। এর মধ্যে মনোনয়ন পর্বে জয় শাহকে সমর্থন দিয়েছে ১৫টি বোর্ড। একটি বোর্ড তাকে সমর্থন করেনি।

জানা গেছে, চেয়ারম্যান হওয়ার দৌড়ে জয় শাহকে সমর্থন করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে বিরোধীতাও করেনি তারা। যেহেতু বিরোধীতা করেনি, তাই আইসিসির কর্মকর্তারা ধরে নিয়েছেন এতে পাকিস্তানের আপত্তি নেই।

আইসিসির এক কর্মকর্তা ভারতীয় গণমাধ্যম ‘আনন্দবাজার’কে বলেছেন, ‘পিসিবি কোনো মন্তব্য করেনি। তাদের মতামত খুব একটা গুরুত্বপূর্ণও ছিল না। কারণ বাকি সব সদস্যই জয় শাহকে সমর্থন করেছেন। পিসিবি এই ক্ষেত্রে দর্শকের ভূমিকা পালন করেছে। কোনো মতামত দেয়নি।’

এআর
 

Wordbridge School
Link copied!